বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ছুরি হামলায় দুই শিশু নিহত

যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরের একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৭ মিনিটের দিকে এই হামলা হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, লিভারপুলের কাছে সাউথপোর্টের হার্ট স্ট্রিটে টেইলর সুইফট থিমের এই নাচের কর্মশালাটি ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল। কর্মশালা চলাকালীন সময়ে এক ১৭ বছরের কিশোর ছুরি নিয়ে ঢুকে পড়ে এবং হামলা চালায়। হামলার সময় দুইজন বয়স্ক ব্যক্তি শিশুদের রক্ষার চেষ্টা করে আহত হন।

মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি সাংবাদিকদের জানান, সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। সে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস এলাকার বাসিন্দা। সে কী কারণে এই ভয়াবহ হামলা করলো, তা এখনও পরিষ্কার নয়। তবে সে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নয়

একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এমন ঘটনা তারা কখনো দেখেননি।

হামলার ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তারা আক্রান্ত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যুক্তরাজ্যে ছুরি হামলায় দুই শিশু নিহত

প্রকাশিত সময় : ১১:৫২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরের একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৭ মিনিটের দিকে এই হামলা হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, লিভারপুলের কাছে সাউথপোর্টের হার্ট স্ট্রিটে টেইলর সুইফট থিমের এই নাচের কর্মশালাটি ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল। কর্মশালা চলাকালীন সময়ে এক ১৭ বছরের কিশোর ছুরি নিয়ে ঢুকে পড়ে এবং হামলা চালায়। হামলার সময় দুইজন বয়স্ক ব্যক্তি শিশুদের রক্ষার চেষ্টা করে আহত হন।

মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি সাংবাদিকদের জানান, সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। সে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস এলাকার বাসিন্দা। সে কী কারণে এই ভয়াবহ হামলা করলো, তা এখনও পরিষ্কার নয়। তবে সে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নয়

একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এমন ঘটনা তারা কখনো দেখেননি।

হামলার ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তারা আক্রান্ত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।