শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবে পাপনসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য বিদায়ী সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ১৪০ বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) ভৈরব থানায় আলম সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি পৌরসভার কমলপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপির কর্মী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরবে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের ডাকবাংলো ভাঙচুর করেন। এতে অফিসের পাঁচ লাখ টাকা ক্ষতিসহ আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের জিনিসপত্র লুট হয়। ওই ঘটনায় কয়েকজন বিএনপি নেতাকর্মী বাধা দিতে গেলে তারাও আহত হন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভৈরবে পাপনসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত সময় : ০৯:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য বিদায়ী সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ১৪০ বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) ভৈরব থানায় আলম সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি পৌরসভার কমলপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপির কর্মী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরবে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের ডাকবাংলো ভাঙচুর করেন। এতে অফিসের পাঁচ লাখ টাকা ক্ষতিসহ আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের জিনিসপত্র লুট হয়। ওই ঘটনায় কয়েকজন বিএনপি নেতাকর্মী বাধা দিতে গেলে তারাও আহত হন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।