বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দু’পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির দীঘিনালায় ‘লারমা স্কয়ার’ এলাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আশপাশের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে দু’পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর আগে গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। বাঙালি সংগঠনগুলোর দাবি, পাহাড়িরা তাকে পিটিয়ে হত্যা করে।খাগড়াছড়িতে মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে দীঘিনালা কলেজ এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ বের করে। বিক্ষোভটি লারমা স্কয়ার অতিক্রম করার সময় কিছু পাহাড়ি ছাত্রদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়। তাদেরকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে বিকালে একদল উত্তেজিত জনতা লারমা স্কয়ার এলাকার বাজারে পাহাড়ি দোকানে আগুন দেয়। এতে ৫০টির বেশি দোকানপাট পুড়ে যায়। বর্তমানে এ ঘটনায় দীঘিনালায় উত্তেজনা বিরাজ করছে। তবে, সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরা আইনশৃঙ্খলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। থানার ওসি নুরুল হক জানান, দুর্বৃত্তরা বাজারে আগুন দিয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সেনা-বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সমন্বিত টহল জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খাগড়াছড়িতে দু’পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

প্রকাশিত সময় : ১০:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় ‘লারমা স্কয়ার’ এলাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আশপাশের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে দু’পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর আগে গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। বাঙালি সংগঠনগুলোর দাবি, পাহাড়িরা তাকে পিটিয়ে হত্যা করে।খাগড়াছড়িতে মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে দীঘিনালা কলেজ এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ বের করে। বিক্ষোভটি লারমা স্কয়ার অতিক্রম করার সময় কিছু পাহাড়ি ছাত্রদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়। তাদেরকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে বিকালে একদল উত্তেজিত জনতা লারমা স্কয়ার এলাকার বাজারে পাহাড়ি দোকানে আগুন দেয়। এতে ৫০টির বেশি দোকানপাট পুড়ে যায়। বর্তমানে এ ঘটনায় দীঘিনালায় উত্তেজনা বিরাজ করছে। তবে, সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরা আইনশৃঙ্খলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। থানার ওসি নুরুল হক জানান, দুর্বৃত্তরা বাজারে আগুন দিয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সেনা-বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সমন্বিত টহল জোরদার করা হয়েছে।