জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি বাধার পর ওই কাজ বন্ধ রেখেছে বিএসএফ। বিষয়টি নিয়ে রবিবার দুপুরে বৈঠক করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এতে কাঁটাতারের বেড়া নির্মাণে যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যেতে সম্মতি জানিয়েছে বিএসএফ। ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। তারা (বিএসএফ) কাজ স্থগিত রেখেছে। রবিবার তাদের সঙ্গে আলোচনা হয়। আর কাজ করবে না। যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবে। বিভিন্ন সূত্রে জানা যায়, সীমান্তের পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এ অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব-পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর বিজিবিকে জানাই। বিজিবির বাধায় কাজ বন্ধ রাখে বিএসএফ। এ বিষয়ে রবিবার বিএসএফের সঙ্গে বৈঠক করে বিজিবি।
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কাঁটাতারের বেড়া তুলে নিতে সম্মতি বিএসএফের
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- ৫৭
Tag :
সর্বাধিক পঠিত



























