রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে আটক নির্মাতা রাফাত

তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করা হয়। সোমবার রাতে তকে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম গণমাধ্যমকে রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নির্মাতার আটকের খবর আসতেই তার সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’

এ অভিনেতার ভাষ্য, ‘নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।’

পোস্টের শেষে বলেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’

নাট্য ও চলচ্চিত্র নির্মাতা লিখেছেন, ‘এই বার্তাটা ভালো নয়।’

অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘তীব্র নিন্দা জানাই, অবিলম্বে মুক্তি দাবী করছি।’

অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘সব সময় যে সবার বিপদে এগিয়ে আসে, তাকে কেনো গ্রেপ্তার করা হলো?’

সিনিয়র অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘পুলিশ গভীর রাতে রাফাত মজুমদার রিংকুকে ধরেনিয়ে গেছে। সে একজন জনপ্রিয় নির্মাতা, সে ভালো মানুষ। রিংকু কখনো কারো ক্ষতি করে নাই। সে মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসতো। তার বাবা-মা কেউ নেই। সে কখনোই কোনো অপরাধের সাথে যুক্ত না। তার একমাত্র পেশা তিনি একজন নির্মাতা। তার মুক্তি চাই।’

প্রসঙ্গত, রাফাত মজুমদার নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। এর মধ্যে বেশিরভাগই দর্শক নন্দিত। তার নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে- রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্ল।

নাটক নির্মাণ করে রাফাত মজুমদার রিংকু দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয় কারণ তার গল্প বলার ধরণ এবং বিষয়বস্তু দর্শকদের আকৃষ্ট করে।

তিনি বিভিন্ন ধরনের নাটক নির্মাণ করে থাকেন, যেমন- রোম্যান্স, থ্রিলার এবং সামাজিক সমস্যা নির্ভর গল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মধ্যরাতে আটক নির্মাতা রাফাত

প্রকাশিত সময় : ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করা হয়। সোমবার রাতে তকে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম গণমাধ্যমকে রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নির্মাতার আটকের খবর আসতেই তার সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’

এ অভিনেতার ভাষ্য, ‘নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।’

পোস্টের শেষে বলেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’

নাট্য ও চলচ্চিত্র নির্মাতা লিখেছেন, ‘এই বার্তাটা ভালো নয়।’

অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘তীব্র নিন্দা জানাই, অবিলম্বে মুক্তি দাবী করছি।’

অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘সব সময় যে সবার বিপদে এগিয়ে আসে, তাকে কেনো গ্রেপ্তার করা হলো?’

সিনিয়র অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘পুলিশ গভীর রাতে রাফাত মজুমদার রিংকুকে ধরেনিয়ে গেছে। সে একজন জনপ্রিয় নির্মাতা, সে ভালো মানুষ। রিংকু কখনো কারো ক্ষতি করে নাই। সে মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসতো। তার বাবা-মা কেউ নেই। সে কখনোই কোনো অপরাধের সাথে যুক্ত না। তার একমাত্র পেশা তিনি একজন নির্মাতা। তার মুক্তি চাই।’

প্রসঙ্গত, রাফাত মজুমদার নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। এর মধ্যে বেশিরভাগই দর্শক নন্দিত। তার নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে- রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্ল।

নাটক নির্মাণ করে রাফাত মজুমদার রিংকু দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয় কারণ তার গল্প বলার ধরণ এবং বিষয়বস্তু দর্শকদের আকৃষ্ট করে।

তিনি বিভিন্ন ধরনের নাটক নির্মাণ করে থাকেন, যেমন- রোম্যান্স, থ্রিলার এবং সামাজিক সমস্যা নির্ভর গল্প।