বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেহার বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রোহান

নেহা কক্কর এবং রোহানপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না, এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। সম্প্রতি, অনেক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, তাদের মধ্যে সব ঠিকঠাক নেই। স্বামী বয়সে আট বছরের ছোট বলেই কি তাদের বনিবনা হচ্ছে না- এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।

অবশেষে নীরবতা ভাঙলেন নেহা কক্করের স্বামী রোহানপ্রীত সিং। নেহা কক্করের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো মানুষের বানানো জিনিস। আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে… তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। আপনার এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত। অথবা আপনার শোনাও উচিত নয়।’

রোহানপ্রীত আরও বলেন, ‘আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই বলুক কথা লোকে আমাদের নিয়ে। মানুষের মনে তো আছি। নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে কোনও সত্যতা নেই।’

একবার কপিল শর্মার শো’তে নেহা জানিয়েছিলেন, রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে মন থেকে তৈরি ছিলেন না রোহান। আবার ৩৩ বছরের নেহা এই বয়সে প্রেম করতে রাজি ছিলেন না। শুরুতেই তিনি বলে দিয়েছিলেন, ‘এবার প্রেম সম্পর্ক নয়, আমি বিয়ে করব’।

২০২১ সালের আগস্টে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন রোহান-নেহা। তবে হ্যাঁ, বিয়ের পর যেভাবে প্রেমের রঙে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তারা, এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে। যা থেকেই হয়তো আলোচনার সূত্রপাত!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নেহার বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রোহান

প্রকাশিত সময় : ০১:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

নেহা কক্কর এবং রোহানপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না, এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। সম্প্রতি, অনেক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, তাদের মধ্যে সব ঠিকঠাক নেই। স্বামী বয়সে আট বছরের ছোট বলেই কি তাদের বনিবনা হচ্ছে না- এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।

অবশেষে নীরবতা ভাঙলেন নেহা কক্করের স্বামী রোহানপ্রীত সিং। নেহা কক্করের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো মানুষের বানানো জিনিস। আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে… তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। আপনার এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত। অথবা আপনার শোনাও উচিত নয়।’

রোহানপ্রীত আরও বলেন, ‘আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই বলুক কথা লোকে আমাদের নিয়ে। মানুষের মনে তো আছি। নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে কোনও সত্যতা নেই।’

একবার কপিল শর্মার শো’তে নেহা জানিয়েছিলেন, রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে মন থেকে তৈরি ছিলেন না রোহান। আবার ৩৩ বছরের নেহা এই বয়সে প্রেম করতে রাজি ছিলেন না। শুরুতেই তিনি বলে দিয়েছিলেন, ‘এবার প্রেম সম্পর্ক নয়, আমি বিয়ে করব’।

২০২১ সালের আগস্টে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন রোহান-নেহা। তবে হ্যাঁ, বিয়ের পর যেভাবে প্রেমের রঙে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তারা, এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে। যা থেকেই হয়তো আলোচনার সূত্রপাত!