নেহা কক্কর এবং রোহানপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না, এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। সম্প্রতি, অনেক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, তাদের মধ্যে সব ঠিকঠাক নেই। স্বামী বয়সে আট বছরের ছোট বলেই কি তাদের বনিবনা হচ্ছে না- এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।
রোহানপ্রীত আরও বলেন, ‘আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই বলুক কথা লোকে আমাদের নিয়ে। মানুষের মনে তো আছি। নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে কোনও সত্যতা নেই।’
একবার কপিল শর্মার শো’তে নেহা জানিয়েছিলেন, রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে মন থেকে তৈরি ছিলেন না রোহান। আবার ৩৩ বছরের নেহা এই বয়সে প্রেম করতে রাজি ছিলেন না। শুরুতেই তিনি বলে দিয়েছিলেন, ‘এবার প্রেম সম্পর্ক নয়, আমি বিয়ে করব’।
২০২১ সালের আগস্টে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন রোহান-নেহা। তবে হ্যাঁ, বিয়ের পর যেভাবে প্রেমের রঙে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তারা, এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে। যা থেকেই হয়তো আলোচনার সূত্রপাত!

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























