বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ ‘সমাপ্ত’ হয়েছে: ইরান

ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যবহার করা হয় অন্তত ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র; যার ৯০ শতাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এই হামলার মাধ্যমে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান।

আজ বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি এক বিবৃতিতে বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল ‘আত্মরক্ষামূলক’ একটি কাজ। এ কারণে গাজা ও লেবাননে হামলার জন্য ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোকেই কেবলমাত্র লক্ষ্যবস্তু করা হয়েছে।”

তিনি বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির পরিবেশ পেতে আমরা প্রায় দুই মাস ধরে প্রচণ্ড সংযম অনুশীলন করার পরে এই পদক্ষেপ নিয়েছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ইসরায়েল ‘আরও প্রতিশোধের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত না নিলে’ ইরানের পদক্ষেপ ‘সমাপ্ত’ হয়েছে।”

তিনি সতর্ক করে বলেন, ‘ইসরায়েল জবাব দেওয়ার চেষ্টা করলে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং আরও কঠোর হবে।’

আব্বাস আরাগছি বলেন, ‘ইসরায়েলের সচেতন মহলের এখন একটি উচ্চ দায়িত্ব রয়েছে তেলআবিবের যুদ্ধবাজদের মূর্খতার সাথে জড়িত হওয়ার পরিবর্তে তাদের লাগাম টেনে ধরার।’

ইসরায়েলি কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ইরানকে ‘বড় ধরনের মূল্য’ দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ ‘সমাপ্ত’ হয়েছে: ইরান

প্রকাশিত সময় : ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যবহার করা হয় অন্তত ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র; যার ৯০ শতাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এই হামলার মাধ্যমে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান।

আজ বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি এক বিবৃতিতে বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল ‘আত্মরক্ষামূলক’ একটি কাজ। এ কারণে গাজা ও লেবাননে হামলার জন্য ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোকেই কেবলমাত্র লক্ষ্যবস্তু করা হয়েছে।”

তিনি বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির পরিবেশ পেতে আমরা প্রায় দুই মাস ধরে প্রচণ্ড সংযম অনুশীলন করার পরে এই পদক্ষেপ নিয়েছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ইসরায়েল ‘আরও প্রতিশোধের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত না নিলে’ ইরানের পদক্ষেপ ‘সমাপ্ত’ হয়েছে।”

তিনি সতর্ক করে বলেন, ‘ইসরায়েল জবাব দেওয়ার চেষ্টা করলে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং আরও কঠোর হবে।’

আব্বাস আরাগছি বলেন, ‘ইসরায়েলের সচেতন মহলের এখন একটি উচ্চ দায়িত্ব রয়েছে তেলআবিবের যুদ্ধবাজদের মূর্খতার সাথে জড়িত হওয়ার পরিবর্তে তাদের লাগাম টেনে ধরার।’

ইসরায়েলি কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ইরানকে ‘বড় ধরনের মূল্য’ দিতে হবে।