রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তরুণকে গণপিটুনি

ঝালকাঠিতে ফেসবুক ম্যাসেঞ্জারে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক তরুণকে গণপিটুনির অভিযোগ উঠেছে। বুধবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের পৌর মিনিপার্কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শহরের শ্মশান ঘাট এলাকার কলেজপড়ুয়া আদিত ইসলাম নামে এক তরুণ তার আরেক বন্ধুর সঙ্গে ধর্ম নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে তর্কে জড়ান। এ সময় ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন আদিত।

এ ঘটনার জেরে বুধবার রাতে শহরের পৌরমিনি পার্ক এলাকায় আদিতকে ডেকে নিয়ে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনির শিকার তরুণকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বলেন, আদিত ইসলাম নামে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় পুলিশ ভ্যানটি খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়া ভ্যানটি উদ্ধারে তৎপরতা চলছে। এছাড়া, এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তরুণকে গণপিটুনি

প্রকাশিত সময় : ১০:৫৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

ঝালকাঠিতে ফেসবুক ম্যাসেঞ্জারে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক তরুণকে গণপিটুনির অভিযোগ উঠেছে। বুধবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের পৌর মিনিপার্কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শহরের শ্মশান ঘাট এলাকার কলেজপড়ুয়া আদিত ইসলাম নামে এক তরুণ তার আরেক বন্ধুর সঙ্গে ধর্ম নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে তর্কে জড়ান। এ সময় ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন আদিত।

এ ঘটনার জেরে বুধবার রাতে শহরের পৌরমিনি পার্ক এলাকায় আদিতকে ডেকে নিয়ে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনির শিকার তরুণকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বলেন, আদিত ইসলাম নামে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় পুলিশ ভ্যানটি খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়া ভ্যানটি উদ্ধারে তৎপরতা চলছে। এছাড়া, এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।