মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি চীনের

বাইডেন সরকার তাইওয়ানের কাছে ৩৪৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন। বেইজিং ওয়াশিংটনকে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

এ ছাড়াও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-কে তার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরের জন্য মার্কিন ভূখণ্ড দিয়ে ট্রানজিট সুবিধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাইওয়ানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান এবং এবং রাডার সিস্টেমের খুচরা যন্ত্রাংশ বিক্রির জন্য ৩২০ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তির অনুমোদন দিয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিনটি মিত্র দেশে সফর শুরু করার একদিন আগে পেন্টাগন  তাইওয়ানকে সামরিক সহায়তার এই ঘোষণা দেয়। এই সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট মার্কিন অঞ্চল হাওয়াই ও গুয়ামে যাত্রাবিরতি নেবেন। হাওয়াই ও গুয়ামে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে বলেছে, “মার্কিন অস্ত্র বিক্রি তাইওয়ানের স্বাধীনতা বাহিনীকে ‘একটি ভুল সংকেত’ পাঠায় এবং মার্কিন-চীন সম্পর্ককে ক্ষুণ্ন করে।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক আরেকটি বিবৃতিতে বলেছে, “ওয়াশিংটন এবং তাইপের মধ্যে যেকোনো আনুষ্ঠানিক সামরিক সহায়তার দৃঢ় বিরোধিতা করে বেইজিং। ট্রানজিট ব্যবস্থা করার জন্য যুক্তরাষ্ট্রের ‘কঠোর নিন্দা’ করে।”

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে চীন তাদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। ওয়াশিংটনের সঙ্গে তাইপের সম্পর্ককে বেইজিং বিরোধী হিসেবে বিবেচনা করে চীন। বেইজিংয়ের মতে, তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং ‘একজন ট্রাবলমেকার বা সমস্যা সৃষ্টিকারী এবং বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’।

চীন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে ‘সর্বোচ্চ সতর্কতা’ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি চীনের

প্রকাশিত সময় : ০৪:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

বাইডেন সরকার তাইওয়ানের কাছে ৩৪৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন। বেইজিং ওয়াশিংটনকে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

এ ছাড়াও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-কে তার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরের জন্য মার্কিন ভূখণ্ড দিয়ে ট্রানজিট সুবিধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাইওয়ানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান এবং এবং রাডার সিস্টেমের খুচরা যন্ত্রাংশ বিক্রির জন্য ৩২০ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তির অনুমোদন দিয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিনটি মিত্র দেশে সফর শুরু করার একদিন আগে পেন্টাগন  তাইওয়ানকে সামরিক সহায়তার এই ঘোষণা দেয়। এই সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট মার্কিন অঞ্চল হাওয়াই ও গুয়ামে যাত্রাবিরতি নেবেন। হাওয়াই ও গুয়ামে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে বলেছে, “মার্কিন অস্ত্র বিক্রি তাইওয়ানের স্বাধীনতা বাহিনীকে ‘একটি ভুল সংকেত’ পাঠায় এবং মার্কিন-চীন সম্পর্ককে ক্ষুণ্ন করে।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক আরেকটি বিবৃতিতে বলেছে, “ওয়াশিংটন এবং তাইপের মধ্যে যেকোনো আনুষ্ঠানিক সামরিক সহায়তার দৃঢ় বিরোধিতা করে বেইজিং। ট্রানজিট ব্যবস্থা করার জন্য যুক্তরাষ্ট্রের ‘কঠোর নিন্দা’ করে।”

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে চীন তাদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। ওয়াশিংটনের সঙ্গে তাইপের সম্পর্ককে বেইজিং বিরোধী হিসেবে বিবেচনা করে চীন। বেইজিংয়ের মতে, তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং ‘একজন ট্রাবলমেকার বা সমস্যা সৃষ্টিকারী এবং বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’।

চীন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে ‘সর্বোচ্চ সতর্কতা’ বজায় রাখার আহ্বান জানিয়েছে।