এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫০৯ জনের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৮ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৪ হাজার ৩১৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















