মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় একদিনে নিহত ৮৮ ফিলিস্তিনি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছেন ২০৮ জন। তারা মাত্র তিন দিনের মধ্যে অঞ্চলটিতে শতাধিক বোমা হামলা চালিয়ে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে, যার বেশিরভাগই নারী ও শিশু।

গাজায় ইসরাইলের বর্বরতায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৮০৫ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৯ হাজার ৬৪ জন আহত হয়েছে। সেদিন হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরাইলের অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়।

এদিকে গাজায় ইসরাইলের সবশেষ বিমান হামলায় এক সাংবাদিকসহ অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের সাংবাদিক মোহাম্মদ হিজাজি নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে ইসরাইলি বাহিনী ৮১৫টি মসজিদ ধ্বংস করেছে এবং ১৫১টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত করেছে।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ১৯টি কবরস্থান ধ্বংস করা হয়েছে, কবর ভেঙে ফেলা হয়েছে এবং লাশ উত্তোলন করা হয়েছে।

ইসরাইলি হামলায় গাজা সিটির তিনটি গির্জাও হামলা ও ধ্বংস হয়েছে।

প্রসঙ্গত, গাজায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে তা উপেক্ষা করে ক্ষমতা ছাড়ার মাত্র দুই সপ্তাহ আগে ইসরাইলের জন্য ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গাজায় একদিনে নিহত ৮৮ ফিলিস্তিনি

প্রকাশিত সময় : ১০:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছেন ২০৮ জন। তারা মাত্র তিন দিনের মধ্যে অঞ্চলটিতে শতাধিক বোমা হামলা চালিয়ে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে, যার বেশিরভাগই নারী ও শিশু।

গাজায় ইসরাইলের বর্বরতায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৮০৫ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৯ হাজার ৬৪ জন আহত হয়েছে। সেদিন হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরাইলের অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়।

এদিকে গাজায় ইসরাইলের সবশেষ বিমান হামলায় এক সাংবাদিকসহ অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের সাংবাদিক মোহাম্মদ হিজাজি নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে ইসরাইলি বাহিনী ৮১৫টি মসজিদ ধ্বংস করেছে এবং ১৫১টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত করেছে।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ১৯টি কবরস্থান ধ্বংস করা হয়েছে, কবর ভেঙে ফেলা হয়েছে এবং লাশ উত্তোলন করা হয়েছে।

ইসরাইলি হামলায় গাজা সিটির তিনটি গির্জাও হামলা ও ধ্বংস হয়েছে।

প্রসঙ্গত, গাজায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে তা উপেক্ষা করে ক্ষমতা ছাড়ার মাত্র দুই সপ্তাহ আগে ইসরাইলের জন্য ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: যুগান্তর