মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আট মাসের শিশু আক্রান্ত

ভারতের বেঙ্গালুরুতে আট মাসের এক শিশু শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই শিশুর। সেখানেই নমুনা পরীক্ষায় সংক্রমণের হদিস পাওয়া যায়।

কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নমুনাটি কোনও সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে স্বাস্থ্য দফতরের এক সূত্র জানিয়েছে, “এক বেসরকারি হাসপাতাল থেকে এ কথা জানা গেছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনও কারণ আমাদের কাছে নেই।”

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে ওই রাজ্যের স্বাস্থ্য দফতর। কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও জানিয়েছে।

তবে চীনে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও সেই একই প্রজাতির কি না, তা এখনও স্পষ্ট নয়। ভারতের স্বাস্থ্য দফতরের এক সূত্র জানিয়েছে, “চীনে এই ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ফলে এই ভাইরাসটির প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।”

সম্প্রতি চীনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে ভারত-সহ বিশ্বের অন্য দেশগুলোতে। যদিও চীন জানিয়েছে, এটি একটি মৌসুমি সংক্রমণ। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চীন। চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। তবে নাগরিকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এই ভাইরাসের বিষয়ে সময়ে সময়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-কেও অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: ফ্রি প্রেস জার্নাল, নিউজ ১৮, ইন্ডিয়া টুডে, দ্য ইকোনমিক টাইমস, জি নিউজ, ডিএনএ ইন্ডিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আট মাসের শিশু আক্রান্ত

প্রকাশিত সময় : ১০:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

ভারতের বেঙ্গালুরুতে আট মাসের এক শিশু শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই শিশুর। সেখানেই নমুনা পরীক্ষায় সংক্রমণের হদিস পাওয়া যায়।

কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নমুনাটি কোনও সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে স্বাস্থ্য দফতরের এক সূত্র জানিয়েছে, “এক বেসরকারি হাসপাতাল থেকে এ কথা জানা গেছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনও কারণ আমাদের কাছে নেই।”

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে ওই রাজ্যের স্বাস্থ্য দফতর। কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও জানিয়েছে।

তবে চীনে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও সেই একই প্রজাতির কি না, তা এখনও স্পষ্ট নয়। ভারতের স্বাস্থ্য দফতরের এক সূত্র জানিয়েছে, “চীনে এই ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ফলে এই ভাইরাসটির প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।”

সম্প্রতি চীনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে ভারত-সহ বিশ্বের অন্য দেশগুলোতে। যদিও চীন জানিয়েছে, এটি একটি মৌসুমি সংক্রমণ। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চীন। চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। তবে নাগরিকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এই ভাইরাসের বিষয়ে সময়ে সময়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-কেও অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: ফ্রি প্রেস জার্নাল, নিউজ ১৮, ইন্ডিয়া টুডে, দ্য ইকোনমিক টাইমস, জি নিউজ, ডিএনএ ইন্ডিয়া