মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ১৬ সরকারি কর্মীকে তুলে নিয়ে গেল বন্দুকধারীরা

পাকিস্তানে ১৬ জন সরকারি কর্মীকে অপহরণ করেছে এক সশস্ত্র গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন,অন্তত ১৬ জন সরকারি কর্মচারীকে অপহরণ করা হয়েছে । তবে অপহরণকারীদের দাবি পরিষ্কার নয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে এই জিম্মিরা বেসামরিক নাগরিক এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় রাষ্ট্রায়ত্ত্ব পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের (পিএইসি) সঙ্গে সংশ্লিষ্ট খনন প্রকল্পের কর্মচারী।

এই ব্যক্তিরা যখন মিনিবাসে করে কাজে যাচ্ছিলেন তখন তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয় এবং বন্দুক ঠেকিয়ে জিম্মি করা হয় বলে জানিয়েছেন এই এলাকার পুলিশ কর্মকর্তা মহম্মদ ইজাজ। বন্দিদের নিয়ে পালানোর আগে অপহরণকারীরা গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি এই অপহরণের দায় স্বীকার করেছে এবং অপহৃত কর্মীদের একটি ভিডিও প্রকাশ করেছে।

দাবি মেনে নিয়ে তাদের মুক্তিকে নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতে দেখা গেছে কয়েকজন জিম্মিকে, তবে তারা বিস্তারিত তথ্য দেননি।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশের লাক্কি মারওয়াত-সহ একাধিক জেলায় টিটিপি নিয়মিত নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের নিশানা করে হামলা চালায়।

এর আগে, বুধবার পাকিস্তানের স্বল্পবসতিপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি সরকারি অফিস দখল করে, একটি ব্যাঙ্ক লুট করে এবং এক প্রত্যন্ত জেলায় একটি থানায় ভাঙচুর চালায়; এর একদিন পরই বৃহস্পতিবারের অপহরণের ঘটনাটি ঘটে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পাকিস্তানে ১৬ সরকারি কর্মীকে তুলে নিয়ে গেল বন্দুকধারীরা

প্রকাশিত সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পাকিস্তানে ১৬ জন সরকারি কর্মীকে অপহরণ করেছে এক সশস্ত্র গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন,অন্তত ১৬ জন সরকারি কর্মচারীকে অপহরণ করা হয়েছে । তবে অপহরণকারীদের দাবি পরিষ্কার নয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে এই জিম্মিরা বেসামরিক নাগরিক এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় রাষ্ট্রায়ত্ত্ব পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের (পিএইসি) সঙ্গে সংশ্লিষ্ট খনন প্রকল্পের কর্মচারী।

এই ব্যক্তিরা যখন মিনিবাসে করে কাজে যাচ্ছিলেন তখন তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয় এবং বন্দুক ঠেকিয়ে জিম্মি করা হয় বলে জানিয়েছেন এই এলাকার পুলিশ কর্মকর্তা মহম্মদ ইজাজ। বন্দিদের নিয়ে পালানোর আগে অপহরণকারীরা গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি এই অপহরণের দায় স্বীকার করেছে এবং অপহৃত কর্মীদের একটি ভিডিও প্রকাশ করেছে।

দাবি মেনে নিয়ে তাদের মুক্তিকে নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতে দেখা গেছে কয়েকজন জিম্মিকে, তবে তারা বিস্তারিত তথ্য দেননি।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশের লাক্কি মারওয়াত-সহ একাধিক জেলায় টিটিপি নিয়মিত নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের নিশানা করে হামলা চালায়।

এর আগে, বুধবার পাকিস্তানের স্বল্পবসতিপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি সরকারি অফিস দখল করে, একটি ব্যাঙ্ক লুট করে এবং এক প্রত্যন্ত জেলায় একটি থানায় ভাঙচুর চালায়; এর একদিন পরই বৃহস্পতিবারের অপহরণের ঘটনাটি ঘটে