- সম্মেলনে কয়েকটি দেশের সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি
- এই সফর বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলছেন ডেপুটি প্রেস সেক্রেটারি
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের উদ্দেশে আজ চারদিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। ২৫ জানুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসক কথা জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার।
আজাদ মজুমদার আরও জানান, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ড, ফিনল্যান্ডসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংস্থার সঙ্গেও বৈঠক করবেন।
এ সম্মেলনে বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ অনুষ্ঠিত হবে। এই সফর বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি।
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- ৬২
Tag :
সর্বাধিক পঠিত
























