চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত থেকে ছয়টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মহিষগুলো জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির চাঁপাইনবাবগঞ্জের ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বিজিবির টহল দলের সদস্যরা সীমান্ত পিলার ১৯/৫-এস থেকে আনুমানিক ১৭০ গজ বাংলাদেশের ভেতর থেকে ছয়টি ভারতীয় মহিষ জব্দ করে।
তিনি জানান রাতের অন্ধকারে কোন চোরাচালানিকে গ্রেপ্তার করা যায়নি। জব্দকৃত মহিষগুলো শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলাও করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























