জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। আজ শুক্রবার তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।
সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়ে আজ সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ভ্যারিফায়েড আইডিতে বর সাজে সারজিসের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’
এর কিছুক্ষণ পর নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে একই বিষয়ে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, বন্ধু, সারজিস! তোমাদের একসঙ্গেভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি।’
উপদেষ্টা আসিফ মাহমুদ ছাড়াও সারজিস আলমের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম প্রমুখ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















