মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে সরকারের বিরুদ্ধে চলে যাবো: সারজিস

২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষনেতা ও জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতের মধ্যে যদি গাজীপুরের ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িত গ্রেপ্তার করা না হয় তাহলে তাঁরা সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থানে চলে যাবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আজকে রাতের মধ্যে যদি গাজীপুরের ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হয় তাহলে সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থা নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন,  মিডিয়ার এতো তেল কেন? তারা এখনও আকম মোজাম্মেল হককে কীভাবে সম্মান দিয়ে সাবেক মন্ত্রী বলে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে একদল জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

গাজীপুরের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে সরকারের বিরুদ্ধে চলে যাবো: সারজিস

প্রকাশিত সময় : ০৪:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষনেতা ও জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতের মধ্যে যদি গাজীপুরের ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িত গ্রেপ্তার করা না হয় তাহলে তাঁরা সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থানে চলে যাবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আজকে রাতের মধ্যে যদি গাজীপুরের ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হয় তাহলে সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থা নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন,  মিডিয়ার এতো তেল কেন? তারা এখনও আকম মোজাম্মেল হককে কীভাবে সম্মান দিয়ে সাবেক মন্ত্রী বলে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে একদল জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।