গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে চলমান বন্দি বিনিময়ের ষষ্ঠ ধাপে শনিবার আরও তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সামরিক শাখা সরায়া আল-কুদস শুক্রবার ওই তিন জিম্মির নাম ঘোষণা করেছে।
এদিন এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, আল-কাসসাম ব্রিগেড সিদ্ধান্ত নিয়েছে যে, শনিবার আরও তিন ইসরাইলি বন্দির মুক্তি দেওয়া হবে। তারা হলেন- আলেকজান্ডার (সাশা) টারবানভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন।
অন্যদিকে আল-কুদসও এক বিবৃতিতে টারবানভকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গোষ্ঠীটির মুখপাত্র আবু হামজা বলেন, সরায়া আল-কুদস সিদ্ধান্ত নিয়েছে যে, শনিবার ইসরাইলি বন্দি আলেকজান্ডার টারবানভকে মুক্তি দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার হামাস নিশ্চিত করে যে, তারা স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ধারিত সময়সীমা মেনে চলবে।
হামাস জানিয়েছে, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরাইলের চুক্তি লঙ্ঘনজনিত প্রতিবন্ধকতা দূর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে।
সর্বশেষ এই মধ্যস্থতার প্রচেষ্টা এমন এক সময়ে ঘটল, যখন হামাস সোমবার ঘোষণা করেছিল যে, তেলআবিব চুক্তির মানবিক শর্তাবলী লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত তারা বন্দি মুক্তির প্রক্রিয়া স্থগিত রাখবে।
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি কার্যকর রয়েছে। এই চুক্তির মাধ্যমে গাজায় ইসরাইলি হামলা বন্ধ রয়েছে। যে হামলায় এখন পর্যন্ত ৪৮,২০০ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সূত্র: যুগান্তর

রিপোর্টারের নাম 

























