বরিশাল নগরীতে যুবদল নেতা সুরুজ গাজী (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদারের বাড়িতে দ্বিতীয় দফায় আগুন দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, জানাজা শেষে সোমবার বিকেলে বরিশাল সদর উপজেলার লামছড়িতে দাফন করা হয় সুরুজ গাজীকে। এরপর রাতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহীন হাওলাদারের বাড়িতে আগুন দেয়।
গত রবিবার সন্ধ্যায় সুরুজের মৃত্যুর পর স্থানীয়রা শাহীনের বাড়িতে আগুন দিয়েছিল। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করে শাহীন হাওলাদারসহ তার দুই ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদারসহ সাতজনকে আসামি করে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সুরুজের বড় ভাই শাহিন গাজী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগুন দেওয়া একটি অপরাধ। অভিযোগ পেলে এটিও আইনের আওতায় আসবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























