রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় পূজা, জিতের ভালোবাসায় মুগ্ধ অভিনেত্রী

বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। বর্তমানে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। কলকাতার টালিগঞ্জে জন্ম পূজার। তাই এই শহরের প্রতি তার ভীষণ টান। ২০০৯ সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডে অংশ নেওয়া পূজা প্রথম ভারতীয়, যিনি ‘বিউটি উইথ আ পারপাস’ জিতেছিলেন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এ অভিনেত্রী। সেই সময় একবার কলকাতায় এসেছিলেন পূজা।

তারপর ফের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে। তবে অনেক খারাপ-ভালো ঘটনার সম্মুখীনও হয়েছেন সেই শহরে। কিছুটা পাওয়া আর অনেকখানি না-পাওয়ার গল্প। যখন মাত্র ২০ দিন বয়স, তখন তার মা দুই মেয়েকে নিয়ে এই শহর ছেড়েছিলেন। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূজা বলেছেন, কলকাতা আমার বরাবরই ভীষণ হৃদয়ের কাছের। এবারেও এসে খুব ভালো লাগছে। জানেন, যখন থেকে জিতের সঙ্গে পরিচয়, প্রতি মাসে বাড়িতে একটা করে পার্সেল পৌঁছে যায়।

কারণ জিৎ জানেন আমার গোটা পরিবার মিষ্টি কতটা ভালোবাসেন। তাই অভিনেতার তরফে এ উপহার। একটা সময় পূজা নাকি জিৎকে বলতে বাধ্য হন— ‘জিৎ এবার থামো প্লিজ। আর মিষ্টি পাঠিও না। তবে অভিনেতা মিষ্টি খাওয়ানোর এই সুযোগ ছাড়তে নারাজ। পূজা বললেন, ‘জিৎ খালি বলতেন— আরে খাও খাও।

আমাদের কলকাতার নলেন গুড়ের মিষ্টি বলে কথা। ভয় নেই, মোটা হবে না।’ অভিনেত্রী বলেন, নীরজ স্যারের গল্প বলার ক্ষমতা আমায় বারবার টানে। একের পর এক সুপারহিট সিনেমা দেখেছি তার। সবসময় কাজ করতে চেয়েছিলাম এমনই এক গুণী মানুষের সঙ্গে। এর আগেও কাজ করেছি, তাই একজন অভিনেত্রী হিসেবে আমি গর্বিত। সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কলকাতায় পূজা, জিতের ভালোবাসায় মুগ্ধ অভিনেত্রী

প্রকাশিত সময় : ১১:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। বর্তমানে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। কলকাতার টালিগঞ্জে জন্ম পূজার। তাই এই শহরের প্রতি তার ভীষণ টান। ২০০৯ সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডে অংশ নেওয়া পূজা প্রথম ভারতীয়, যিনি ‘বিউটি উইথ আ পারপাস’ জিতেছিলেন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এ অভিনেত্রী। সেই সময় একবার কলকাতায় এসেছিলেন পূজা।

তারপর ফের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে। তবে অনেক খারাপ-ভালো ঘটনার সম্মুখীনও হয়েছেন সেই শহরে। কিছুটা পাওয়া আর অনেকখানি না-পাওয়ার গল্প। যখন মাত্র ২০ দিন বয়স, তখন তার মা দুই মেয়েকে নিয়ে এই শহর ছেড়েছিলেন। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূজা বলেছেন, কলকাতা আমার বরাবরই ভীষণ হৃদয়ের কাছের। এবারেও এসে খুব ভালো লাগছে। জানেন, যখন থেকে জিতের সঙ্গে পরিচয়, প্রতি মাসে বাড়িতে একটা করে পার্সেল পৌঁছে যায়।

কারণ জিৎ জানেন আমার গোটা পরিবার মিষ্টি কতটা ভালোবাসেন। তাই অভিনেতার তরফে এ উপহার। একটা সময় পূজা নাকি জিৎকে বলতে বাধ্য হন— ‘জিৎ এবার থামো প্লিজ। আর মিষ্টি পাঠিও না। তবে অভিনেতা মিষ্টি খাওয়ানোর এই সুযোগ ছাড়তে নারাজ। পূজা বললেন, ‘জিৎ খালি বলতেন— আরে খাও খাও।

আমাদের কলকাতার নলেন গুড়ের মিষ্টি বলে কথা। ভয় নেই, মোটা হবে না।’ অভিনেত্রী বলেন, নীরজ স্যারের গল্প বলার ক্ষমতা আমায় বারবার টানে। একের পর এক সুপারহিট সিনেমা দেখেছি তার। সবসময় কাজ করতে চেয়েছিলাম এমনই এক গুণী মানুষের সঙ্গে। এর আগেও কাজ করেছি, তাই একজন অভিনেত্রী হিসেবে আমি গর্বিত। সূত্র: যুগান্তর