রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুরে ৭ সাংবাদিকের ওপরে হামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামে মাটি ফেলে রাস্তা বন্ধ করে রাখার প্রতিবাদ করায় হামলা ও মারধরে ৭ সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া, এ ঘটনায় সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঘটে এই হামলা ও ভাঙচুরের ঘটনা।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, তারেক রহমান, রাজিব আহমেদ রাসেল, সেলিম তালুকদার, শাহান আলী, মো. সাহেব আলী, হিরু খন্দকার এবং জাহাঙ্গীর হোসেন। এর মধ্যে তারেক রহমানকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘পেশাগত কাজ শেষে আমরা নরিনা ঘাটের খেয়া পার হয়ে শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলাম। পথে নরিনা মধ্যপাড়া এলাকায় যানবাহন আটকে একটি দীর্ঘ জটলা দেখা যায়। আমরা গিয়ে দেখি রাস্তায় মাটি ফেলে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। কয়েকজন স্থানীয় যুবককে দ্রুত মাটি সরানোর অনুরোধ জানালে, ইমরাম (২০) ও জামিল (২২) নামের দুই যুবক তর্কে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর তাদের সাথে রবি ও খায়রুলসহ আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায় এবং আমাদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শাহজাদপুরে ৭ সাংবাদিকের ওপরে হামলা

প্রকাশিত সময় : ১১:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামে মাটি ফেলে রাস্তা বন্ধ করে রাখার প্রতিবাদ করায় হামলা ও মারধরে ৭ সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া, এ ঘটনায় সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঘটে এই হামলা ও ভাঙচুরের ঘটনা।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, তারেক রহমান, রাজিব আহমেদ রাসেল, সেলিম তালুকদার, শাহান আলী, মো. সাহেব আলী, হিরু খন্দকার এবং জাহাঙ্গীর হোসেন। এর মধ্যে তারেক রহমানকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘পেশাগত কাজ শেষে আমরা নরিনা ঘাটের খেয়া পার হয়ে শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলাম। পথে নরিনা মধ্যপাড়া এলাকায় যানবাহন আটকে একটি দীর্ঘ জটলা দেখা যায়। আমরা গিয়ে দেখি রাস্তায় মাটি ফেলে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। কয়েকজন স্থানীয় যুবককে দ্রুত মাটি সরানোর অনুরোধ জানালে, ইমরাম (২০) ও জামিল (২২) নামের দুই যুবক তর্কে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর তাদের সাথে রবি ও খায়রুলসহ আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায় এবং আমাদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন।