সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৮

ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ২ শিশুসহ অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ সংবাদ উঠে আসে।

গতকাল শনিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেই লেবাননে এই হামলা শুরু করে ইসরায়েল।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে হামলা পালটা হামলার বিরতি কার্যকর করা হয়। এই যুদ্ধবিরতির মধ্যেই এবার প্রথমবারের মতো দেশটিতে হামলা চালাল ইসরায়েল।

তবে, এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি করেছে, গত শনিবার নাকি প্রথমে লেবানন থেকেই ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। এর জবাবেই তারা ওই দেশটিতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে।

অন্যদিকে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলে ওপর হওয়া কোনো হামলার সঙ্গে তাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। তারা যুদ্ধবিরতি মেনে চলছে এখনো। এছাড়া দেশটির কোনো সশস্ত্রগোষ্ঠী বা সংগঠন এখন পর্যন্ত ইসরায়েলে রকেট হামলার দায়ও স্বীকার করেনি ।

এ প্রসঙ্গে ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত শনিবার সকালে ইসরায়েলে ছয়টি রকেট ছোঁড়া হয়। এ রকেট হামলা ইসরায়েলি বাহিনী প্রতিহত করলেও এর মধ্যে তিনটি রকেট সীমান্ত অতিক্রম করে।

তবে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই দফা ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলের বিনত্ জাবেলি ও তুলিনে তিনজন এবং বন্দরনগরী টায়ারে ৫ জন নিহত হন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় গত শনিবার বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষও করেছে ইসরায়েলি বাহিনী।

এবার শুধু লেবাননেই নয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত সোমবার ফিলিস্তিনের গাজায়ও হামলা ইসরায়েলি বাহিনী শুরু করে। বিগত পাঁচদিনের ইসরায়েলের ওই হামলায় গাজায় ৬৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শতাধিক শিশুও নিহতহওয়ার খবরও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের পুনরায় হামলা চালানোর জাতিসংঘসহ বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যেই যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা শুরু করে বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৮

প্রকাশিত সময় : ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ২ শিশুসহ অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ সংবাদ উঠে আসে।

গতকাল শনিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেই লেবাননে এই হামলা শুরু করে ইসরায়েল।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে হামলা পালটা হামলার বিরতি কার্যকর করা হয়। এই যুদ্ধবিরতির মধ্যেই এবার প্রথমবারের মতো দেশটিতে হামলা চালাল ইসরায়েল।

তবে, এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি করেছে, গত শনিবার নাকি প্রথমে লেবানন থেকেই ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। এর জবাবেই তারা ওই দেশটিতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে।

অন্যদিকে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলে ওপর হওয়া কোনো হামলার সঙ্গে তাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। তারা যুদ্ধবিরতি মেনে চলছে এখনো। এছাড়া দেশটির কোনো সশস্ত্রগোষ্ঠী বা সংগঠন এখন পর্যন্ত ইসরায়েলে রকেট হামলার দায়ও স্বীকার করেনি ।

এ প্রসঙ্গে ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত শনিবার সকালে ইসরায়েলে ছয়টি রকেট ছোঁড়া হয়। এ রকেট হামলা ইসরায়েলি বাহিনী প্রতিহত করলেও এর মধ্যে তিনটি রকেট সীমান্ত অতিক্রম করে।

তবে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই দফা ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলের বিনত্ জাবেলি ও তুলিনে তিনজন এবং বন্দরনগরী টায়ারে ৫ জন নিহত হন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় গত শনিবার বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষও করেছে ইসরায়েলি বাহিনী।

এবার শুধু লেবাননেই নয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত সোমবার ফিলিস্তিনের গাজায়ও হামলা ইসরায়েলি বাহিনী শুরু করে। বিগত পাঁচদিনের ইসরায়েলের ওই হামলায় গাজায় ৬৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শতাধিক শিশুও নিহতহওয়ার খবরও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের পুনরায় হামলা চালানোর জাতিসংঘসহ বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যেই যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা শুরু করে বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল।