সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চরম খাদ্য সংকটে গাজা, আরও ৬৪ জনের মৃত্যু

ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজায় খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না। ফলে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে। টানা হামলা আর খাদ্যসংকটে সেখানে শত-সহস্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা।

এদিকে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় গতকাল শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় বসতবাড়ি, তাঁবুর শিবির এবং একটি সেলুন ধ্বংস হয়েছে।

আলজাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, গাজার পূর্বাঞ্চলের তুফাহ্‌ এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে। এত আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় এখনই খাদ্য প্রয়োজন। কারণ সেখানে শত-সহস্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না।

আলজাজিরার গাজা প্রতিনিধি জানান, টানা হামলা আর খাদ্যসংকটে মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছেন। তবে গাজা সরকারের গণমাধ্যম অফিস বলছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে অপহরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চরম খাদ্য সংকটে গাজা, আরও ৬৪ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১২:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজায় খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না। ফলে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে। টানা হামলা আর খাদ্যসংকটে সেখানে শত-সহস্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা।

এদিকে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় গতকাল শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় বসতবাড়ি, তাঁবুর শিবির এবং একটি সেলুন ধ্বংস হয়েছে।

আলজাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, গাজার পূর্বাঞ্চলের তুফাহ্‌ এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে। এত আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় এখনই খাদ্য প্রয়োজন। কারণ সেখানে শত-সহস্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না।

আলজাজিরার গাজা প্রতিনিধি জানান, টানা হামলা আর খাদ্যসংকটে মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছেন। তবে গাজা সরকারের গণমাধ্যম অফিস বলছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে অপহরণ করা হয়।