রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এনসিপি নেতাকর্মীরা

বগুড়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বগুড়া হোমিও কলেজের অধ্যক্ষ ডা. এস. এম. মিল্লাতকে (৫০) আটক করে পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সোপর্দ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

গতকাল সোমবার রাত ৮টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জলেশ্বরীতলা হয়ে হেঁটে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যান এনসিপির নেতাকর্মীরা।

বগুড়ার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ডা. মিল্লাতকে এনসিপি নেতাকর্মীরা ডিবি কার্যালয়ে সোপর্দ করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।’

তিনি আরও বলেন, ‘মিল্লাত জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও জেলা স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি এবং বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন,‘মিল্লাত একজন কট্টর আওয়ামী লীগ নেতা। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে আর্থিকভাবে সহায়তা করে পুনর্বাসন করছেন। আগের বছরগুলোতে তিনি বিএনপি ও জামায়াতপন্থী হোমিও চিকিৎসকদের ওপর নিপীড়ন চালিয়েছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আ. লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এনসিপি নেতাকর্মীরা

প্রকাশিত সময় : ০৭:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

বগুড়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বগুড়া হোমিও কলেজের অধ্যক্ষ ডা. এস. এম. মিল্লাতকে (৫০) আটক করে পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সোপর্দ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

গতকাল সোমবার রাত ৮টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জলেশ্বরীতলা হয়ে হেঁটে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যান এনসিপির নেতাকর্মীরা।

বগুড়ার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ডা. মিল্লাতকে এনসিপি নেতাকর্মীরা ডিবি কার্যালয়ে সোপর্দ করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।’

তিনি আরও বলেন, ‘মিল্লাত জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও জেলা স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি এবং বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন,‘মিল্লাত একজন কট্টর আওয়ামী লীগ নেতা। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে আর্থিকভাবে সহায়তা করে পুনর্বাসন করছেন। আগের বছরগুলোতে তিনি বিএনপি ও জামায়াতপন্থী হোমিও চিকিৎসকদের ওপর নিপীড়ন চালিয়েছেন।’