সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামীকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে ফোনে কথা বলবেন। ট্রাম্পের মতে, এই ফোনালাপটি হবে, ‘রক্তপাত বন্ধ করার বিষয়ে।’

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।  খবর বিবিসির।

পোস্টে ট্রাম্প বলেন, এই ফোনালাপটি অনুষ্ঠিত হবে সোমবার (স্থানীয় সময়) সকাল ১০টায়। পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

যুদ্ধের তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। তবে ওই বৈঠকে কোনো অগ্রগতি অর্জন হয়নি।  শুধুমাত্র দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।

বৈঠকের আগে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, পুতিন উপস্থিত থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি।

এ ঘটনার পর ট্রাম্প সংবাদিকদের বলেন, যুদ্ধের অবসানের অগ্রগতি কেবল তখনই সম্ভব হবে যদি তিনি এবং পুতিন মুখোমুখি আলোচনা করেন। এর দুদিনের মধ্যে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিজেই ঘোষণা দিলেন তিনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন যে, সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপের প্রস্তুতি চলছে। ইউক্রেন ইস্যুতে দুই নেতা এর আগে গত মার্চ মাসে ফোনালাপ করেছেন।

পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘আলোচনার প্রস্তুতি চলছে।’

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আশা করছি এটি একটি ফলপ্রসূ দিন হবে, একটি যুদ্ধবিরতি হবে। এই ভয়াবহ সহিংস যুদ্ধ, যা কখনোই শেষ হওয়ার ছিল না, তা শেষ হবে।”

মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান নেতারা যুদ্ধবিরতি, পাশাপাশি নিজেদের মধ্যে সম্ভাব্য শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

প্রকাশিত সময় : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামীকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে ফোনে কথা বলবেন। ট্রাম্পের মতে, এই ফোনালাপটি হবে, ‘রক্তপাত বন্ধ করার বিষয়ে।’

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।  খবর বিবিসির।

পোস্টে ট্রাম্প বলেন, এই ফোনালাপটি অনুষ্ঠিত হবে সোমবার (স্থানীয় সময়) সকাল ১০টায়। পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

যুদ্ধের তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। তবে ওই বৈঠকে কোনো অগ্রগতি অর্জন হয়নি।  শুধুমাত্র দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।

বৈঠকের আগে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, পুতিন উপস্থিত থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি।

এ ঘটনার পর ট্রাম্প সংবাদিকদের বলেন, যুদ্ধের অবসানের অগ্রগতি কেবল তখনই সম্ভব হবে যদি তিনি এবং পুতিন মুখোমুখি আলোচনা করেন। এর দুদিনের মধ্যে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিজেই ঘোষণা দিলেন তিনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন যে, সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপের প্রস্তুতি চলছে। ইউক্রেন ইস্যুতে দুই নেতা এর আগে গত মার্চ মাসে ফোনালাপ করেছেন।

পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘আলোচনার প্রস্তুতি চলছে।’

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আশা করছি এটি একটি ফলপ্রসূ দিন হবে, একটি যুদ্ধবিরতি হবে। এই ভয়াবহ সহিংস যুদ্ধ, যা কখনোই শেষ হওয়ার ছিল না, তা শেষ হবে।”

মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান নেতারা যুদ্ধবিরতি, পাশাপাশি নিজেদের মধ্যে সম্ভাব্য শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।