মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বজ্রপাত থেকে তুলার গোডাউনে আগুন

ফরিদপুরে বজ্রপাত থেকে লাগা আগুনে একটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার কিছু আগে ঝড়বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিলে বজ্রপাত। এ সময় গোডাউনের পাশে একটি খেজুর গাছে বজ্রপাত পড়লে গাছে আগুন ধরে যায়। সেখান থেকে তুলার গোডাউনে লাগে। এতে আমির হোসেনের মালিকানাধীন তুলার গোডাউনটি পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতের সময় খেজুর গাছে আগুন ধরে। গাছের পুড়ে যাওয়া অংশ গোডাউনে পড়তেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই গোডাউনের বেশিরভাগ তুলা পুড়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় কানাইপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এলাকায় বিরল, দেশে এমন কখনো ঘটেছে কি না তারা জানেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফরিদপুরে বজ্রপাত থেকে তুলার গোডাউনে আগুন

প্রকাশিত সময় : ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ফরিদপুরে বজ্রপাত থেকে লাগা আগুনে একটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার কিছু আগে ঝড়বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিলে বজ্রপাত। এ সময় গোডাউনের পাশে একটি খেজুর গাছে বজ্রপাত পড়লে গাছে আগুন ধরে যায়। সেখান থেকে তুলার গোডাউনে লাগে। এতে আমির হোসেনের মালিকানাধীন তুলার গোডাউনটি পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতের সময় খেজুর গাছে আগুন ধরে। গাছের পুড়ে যাওয়া অংশ গোডাউনে পড়তেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই গোডাউনের বেশিরভাগ তুলা পুড়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় কানাইপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এলাকায় বিরল, দেশে এমন কখনো ঘটেছে কি না তারা জানেন না।