মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনা-বিমান বাহিনী

কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রেরসেনা ও বিমানবাহিনী। চার দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ কার্যক্রম আজ বুধবার সম্পন্ন হয়। প্রশিক্ষণে অংশ নেয় কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপনকারী কর্মী।

প্রশিক্ষণে দুর্যোগপূর্ণ অবস্থায় বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের নিরাপদে ফিরিয়ে আনা এবং সমুদ্রসংলগ্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, ‘আমেরিকান এম্বাসির সহযোগিতায় মার্কিন সেনা ও বিমানবাহিনীর একটি দল এই প্রশিক্ষণ পরিচালনা করে। আজ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে। এতে আমাদের উদ্ধারকর্মীদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’

এদিকে প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য দেখা যায়। বিষয়টি নিয়ে তানহারুল ইসলাম বলেন, ‘তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই ফিরে যাচ্ছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনা-বিমান বাহিনী

প্রকাশিত সময় : ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রেরসেনা ও বিমানবাহিনী। চার দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ কার্যক্রম আজ বুধবার সম্পন্ন হয়। প্রশিক্ষণে অংশ নেয় কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপনকারী কর্মী।

প্রশিক্ষণে দুর্যোগপূর্ণ অবস্থায় বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের নিরাপদে ফিরিয়ে আনা এবং সমুদ্রসংলগ্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, ‘আমেরিকান এম্বাসির সহযোগিতায় মার্কিন সেনা ও বিমানবাহিনীর একটি দল এই প্রশিক্ষণ পরিচালনা করে। আজ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে। এতে আমাদের উদ্ধারকর্মীদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’

এদিকে প্রশিক্ষণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য দেখা যায়। বিষয়টি নিয়ে তানহারুল ইসলাম বলেন, ‘তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই ফিরে যাচ্ছেন।’