আগামী ৭ জুন হতে পারে পবিত্র ঈদুল আজহা।আজ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পাকিস্তানি মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) এর গবেষকরা এমনটাই জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মহাকাশ সংস্থাটি জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ মে শুরু হতে পারে জিলহজ মাস। সে অনুযায়ী আগামী ৭ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৭ মে সন্ধায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সংস্থাটি বলেছে, “বৈজ্ঞানিক বিশ্লেষণ, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য এবং আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তির’ ভিত্তিতে তারা এই সম্ভাব্য তারিখ জানিয়েছে।
তারা বলেছে, আগামী ২৭ মে পাকিস্তান সময় রাত ৮টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন পাকিস্তানে জিলকদের ২৯তম দিন থাকবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় চাঁদটির বয়স থাকবে ১১ ঘণ্টা ৩৪ মিনিট।
সুপারকো আরও জানায়, ওইদিন পাকিস্তানে সূর্যাস্ত ও চন্দ্র অস্তের মধ্যে সময়ের ব্যবধান থাকবে মাত্র ৩৭ মিনিট। এতে করে দেশটিতে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এতে পাকিস্তানে জিলহজের ১ তারিখ হবে ২৯ মে। সে হিসেবে ঈদুল আজহা পালিত হবে ৭ জুন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























