কুষ্টিয়ায় ৬ ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আশরাফুল হোসেন কালু (৩৫) ও কামরুল প্রামাণিক (৫০)।
জানা যায়, নিহত আশরাফুল হোসেন কালুকে গতকাল মঙ্গলবার (২৮ মে) গভীর রাতে আম বাগানে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল হোসেন কালু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের নাড়া ফকিরের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
এদিকে কামরুল প্রামাণিককেও আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলাবাগান থেকে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত কামরুল প্রামাণিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে। তিনিও কৃষিকাজ করতেন।
নিহত কামরুলের ভাতিজা বিপুল প্রামানিক বলেন, ‘আমার চাচা সকালে মাঠে যান। মাঠে কলার বাগানে কাজ করা অবস্থায় রাসেলস ভাইপার সাপ কামড় দেয়।
এ সময় সাপটি মেরে হাতে নিয়ে বাড়ি চলে আসেন চাচা। রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।’ নিহত কালুর স্বজনরা বলেন, ‘গভীর রাতে আম বাগানে গিয়েছিল কালু। এ সময় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়।
তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।’
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘রাসেলস ভাইপার সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করার জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ সূত্র: কালের কণ্ঠ

রিপোর্টারের নাম 

























