সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজার পথে গ্রেটা থুনবার্গের মানবতার জাহাজ ‘ত্রাণের তরী’

ইসরায়েলি আগ্রাসনের ভয়াল ছায়ায় কাটছে ফিলিস্তিনিদের প্রতিটি মুহূর্ত। ২০ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা যেন মৃত্যুপুরী। কখনো বোমায়, কখনো গুলিতে, আবার কখনো ত্রাণ সংগ্রহ করতে গিয়েই প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলবিরোধী প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে। বাড়ছে দখলদার বাহিনীর ওপর কূটনৈতিক চাপ।

ঠিক এমন এক সংকটময় সময়েই মানবতার বার্তা নিয়ে ঈদুল আজহার আগেই গাজার উদ্দেশে যাত্রা করল ‘ত্রাণের তরী’। এই মিশনে নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ পরিবেশ আন্দোলনের কণ্ঠস্বর গ্রেটা থুনবার্গ। রবিবার ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলির কাতানিয়া বন্দর থেকে ‘ম্যাডলিন’ নামের একটি ত্রাণবাহী জাহাজে চড়ে রওনা হন গ্রেটা ও তার সঙ্গে থাকা আরও ১১ জন মানবাধিকারকর্মী। তাদের এই অভিযান পরিচালনা করছে আন্তর্জাতিক কর্মী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। সংগঠনটি জানিয়েছে, গাজা উপকূলে পৌঁছানো ও সেখানে জরুরি ত্রাণ পৌঁছানোর পাশাপাশি বর্তমান মানবিক বিপর্যয় নিয়ে বৈশ্বিক জনসচেতনতা তৈরিই এই মিশনের মূল লক্ষ্য। রওনার আগে এক সংবাদ সম্মেলনে আবেগে ভেঙে পড়েন গ্রেটা থুনবার্গ।

কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘আমরা এটা করছি, কারণ যত বিপদের মধ্যেই থাকি না কেন, আমাদের চেষ্টার অন্ত নেই। আমরা থেমে গেলে মানবতা থেমে যাবে। এ মিশন যতই বিপজ্জনক হোক না কেন, আমরা থামব না।’ ফ্রিডম ফ্লোটিলা জানায়, যদি বড় কোনো বাধা না আসে, তবে ম্যাডলিন সাত দিনের মধ্যেই গাজার উপকূলে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এই অভিযানে গ্রেটার সঙ্গে রয়েছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে রিমা এবার সাগরপথেই গাজায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত মে মাসেও ফ্লোটিলার আরেকটি মিশনে অংশ নেওয়ার কথা ছিল গ্রেটার। কিন্তু মাল্টার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ‘কনসায়েন্স’ নামক জাহাজে দুটি ড্রোন হামলার কারণে অভিযানটি স্থগিত হয়ে যায়। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংগঠনটি। এতে জাহাজের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে গ্রেটার এই সাহসী পদক্ষেপকে কেন্দ্র করে হুমকির সুরে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘আশা করি গ্রেটা ও তার বন্ধুরা সাঁতার জানেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গাজার পথে গ্রেটা থুনবার্গের মানবতার জাহাজ ‘ত্রাণের তরী’

প্রকাশিত সময় : ০৫:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

ইসরায়েলি আগ্রাসনের ভয়াল ছায়ায় কাটছে ফিলিস্তিনিদের প্রতিটি মুহূর্ত। ২০ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা যেন মৃত্যুপুরী। কখনো বোমায়, কখনো গুলিতে, আবার কখনো ত্রাণ সংগ্রহ করতে গিয়েই প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলবিরোধী প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে। বাড়ছে দখলদার বাহিনীর ওপর কূটনৈতিক চাপ।

ঠিক এমন এক সংকটময় সময়েই মানবতার বার্তা নিয়ে ঈদুল আজহার আগেই গাজার উদ্দেশে যাত্রা করল ‘ত্রাণের তরী’। এই মিশনে নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ পরিবেশ আন্দোলনের কণ্ঠস্বর গ্রেটা থুনবার্গ। রবিবার ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলির কাতানিয়া বন্দর থেকে ‘ম্যাডলিন’ নামের একটি ত্রাণবাহী জাহাজে চড়ে রওনা হন গ্রেটা ও তার সঙ্গে থাকা আরও ১১ জন মানবাধিকারকর্মী। তাদের এই অভিযান পরিচালনা করছে আন্তর্জাতিক কর্মী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। সংগঠনটি জানিয়েছে, গাজা উপকূলে পৌঁছানো ও সেখানে জরুরি ত্রাণ পৌঁছানোর পাশাপাশি বর্তমান মানবিক বিপর্যয় নিয়ে বৈশ্বিক জনসচেতনতা তৈরিই এই মিশনের মূল লক্ষ্য। রওনার আগে এক সংবাদ সম্মেলনে আবেগে ভেঙে পড়েন গ্রেটা থুনবার্গ।

কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘আমরা এটা করছি, কারণ যত বিপদের মধ্যেই থাকি না কেন, আমাদের চেষ্টার অন্ত নেই। আমরা থেমে গেলে মানবতা থেমে যাবে। এ মিশন যতই বিপজ্জনক হোক না কেন, আমরা থামব না।’ ফ্রিডম ফ্লোটিলা জানায়, যদি বড় কোনো বাধা না আসে, তবে ম্যাডলিন সাত দিনের মধ্যেই গাজার উপকূলে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এই অভিযানে গ্রেটার সঙ্গে রয়েছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে রিমা এবার সাগরপথেই গাজায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত মে মাসেও ফ্লোটিলার আরেকটি মিশনে অংশ নেওয়ার কথা ছিল গ্রেটার। কিন্তু মাল্টার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ‘কনসায়েন্স’ নামক জাহাজে দুটি ড্রোন হামলার কারণে অভিযানটি স্থগিত হয়ে যায়। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংগঠনটি। এতে জাহাজের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে গ্রেটার এই সাহসী পদক্ষেপকে কেন্দ্র করে হুমকির সুরে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘আশা করি গ্রেটা ও তার বন্ধুরা সাঁতার জানেন।’