বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানীর সড়ক

এবার ঈদ উপলক্ষে ছুটি ১০ দিন হওয়ায় ঢাকা ছাড়া মানুষের সংখ্যা অন্য সময়ের তুলনায় বেশি। যার প্রভাব পড়ছে রাজধানীতেও। ঈদুল আজহার দুই দিন পেরিয়ে গেলেও তৃতীয় দিনে রাজধানীর সড়কগুলো এখনও অনেকটাই ফাঁকা।

সোমবার (৯ জুন) সরেজমিনে রাজধানীর বিভিন্ন ব্যস্ততম সড়ক ঘুরে দেখা যায়, ঈদের ছুটির রেশ ধরে অধিকাংশ মানুষ এখনও ঢাকার বাইরে অবস্থান করায় চিরচেনা যানজটের নগরী ঢাকা পরিণত হয়েছে এক শান্ত, নিরিবিলি শহরে। কয়েকজন পরিবহন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, ফাঁকা সড়কে গাড়ি চালাতে পেরে তারা অনেকটাই স্বস্তিতে আছেন। তবে যাত্রী স্বল্পতার কারণে তাদের আয় কমে গেছে।

রাজধানীর অলিগলিতে রিকশাচালকদের অবস্থাও প্রায় একইরকম। যাত্রী না থাকায় রিকশাচালকদের অনেকেই অলস সময় পার করছেন। ফাঁকা সড়কের কারণে সাধারণ যাত্রী ও পথচারীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন।

সোহেল আহমেদ নামের এক যুবক বলেন, “প্রতি বছর ঈদের সময় ঢাকার ফাঁকা রাস্তা দেখে মনটা জুড়িয়ে যায়। তাই ঈদের ছুটিতে বন্ধু ও পরিবার নিয়ে গাড়িতে ঘুরে বেড়াই। উত্তরা থেকে শাহবাগ মাত্র ২০ মিনিটে পৌঁছাতে পেরেছি। জ্যাম ছাড়া এত দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে, ভাবিনি।”

রাজধানীর বিভিন্ন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরাও ফাঁকা সড়কের কারণে অনেকটাই নির্ভার। তবে তাদের কাজের চাপ কমলেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

এদিকে ঈদুল আজহার তৃতীয় দিনেও স্বল্পসংখ্যক মানুষকে ঢাকা ছাড়তে দেখা গেছে। রফিকুল ইসলাম নামের বরিশালগামী এক যাত্রী বলেন, “বিভিন্ন কারণে এবার ঈদ ঢাকায় করতে হয়েছে। কিন্তু বাড়তি ছুটি থাকায় পরিবারের মানুষদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে যাচ্ছি। আশা করছি ছুটি শেষ হওয়ার আগেই আবার ঢাকায় ফিরতে পারব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানীর সড়ক

প্রকাশিত সময় : ০৬:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

এবার ঈদ উপলক্ষে ছুটি ১০ দিন হওয়ায় ঢাকা ছাড়া মানুষের সংখ্যা অন্য সময়ের তুলনায় বেশি। যার প্রভাব পড়ছে রাজধানীতেও। ঈদুল আজহার দুই দিন পেরিয়ে গেলেও তৃতীয় দিনে রাজধানীর সড়কগুলো এখনও অনেকটাই ফাঁকা।

সোমবার (৯ জুন) সরেজমিনে রাজধানীর বিভিন্ন ব্যস্ততম সড়ক ঘুরে দেখা যায়, ঈদের ছুটির রেশ ধরে অধিকাংশ মানুষ এখনও ঢাকার বাইরে অবস্থান করায় চিরচেনা যানজটের নগরী ঢাকা পরিণত হয়েছে এক শান্ত, নিরিবিলি শহরে। কয়েকজন পরিবহন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, ফাঁকা সড়কে গাড়ি চালাতে পেরে তারা অনেকটাই স্বস্তিতে আছেন। তবে যাত্রী স্বল্পতার কারণে তাদের আয় কমে গেছে।

রাজধানীর অলিগলিতে রিকশাচালকদের অবস্থাও প্রায় একইরকম। যাত্রী না থাকায় রিকশাচালকদের অনেকেই অলস সময় পার করছেন। ফাঁকা সড়কের কারণে সাধারণ যাত্রী ও পথচারীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন।

সোহেল আহমেদ নামের এক যুবক বলেন, “প্রতি বছর ঈদের সময় ঢাকার ফাঁকা রাস্তা দেখে মনটা জুড়িয়ে যায়। তাই ঈদের ছুটিতে বন্ধু ও পরিবার নিয়ে গাড়িতে ঘুরে বেড়াই। উত্তরা থেকে শাহবাগ মাত্র ২০ মিনিটে পৌঁছাতে পেরেছি। জ্যাম ছাড়া এত দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে, ভাবিনি।”

রাজধানীর বিভিন্ন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরাও ফাঁকা সড়কের কারণে অনেকটাই নির্ভার। তবে তাদের কাজের চাপ কমলেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

এদিকে ঈদুল আজহার তৃতীয় দিনেও স্বল্পসংখ্যক মানুষকে ঢাকা ছাড়তে দেখা গেছে। রফিকুল ইসলাম নামের বরিশালগামী এক যাত্রী বলেন, “বিভিন্ন কারণে এবার ঈদ ঢাকায় করতে হয়েছে। কিন্তু বাড়তি ছুটি থাকায় পরিবারের মানুষদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে যাচ্ছি। আশা করছি ছুটি শেষ হওয়ার আগেই আবার ঢাকায় ফিরতে পারব।”