সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘ইসরায়েল ও ইরান একে অপরকে যথেষ্ট শ্রদ্ধা করে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সমঝোতা তিনি দেখতে চান এবং তাঁর বিশ্বাস, ‘এর সম্ভাবনা ভালো।’ তবে একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন, ‘মাঝে মাঝে ওদের লড়তে হয়।’ খবর: সিএনএন।

গতকাল রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য তিনি কী পরিকল্পনা করছেন, এমন প্রশ্নে তিনি উত্তর দেন, ‘আমি আশাবাদী যে একটা সমঝোতা হবে। এখন সময় হয়েছে সমঝোতার, দেখা যাক কী হয়। তবে মাঝে মাঝে ওদের লড়াই করতেই হয়।’

হোয়াইট হাউসের বাইরে, কানাডায় অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি, সমঝোতার ভালো সম্ভাবনা আছে।’

আলোচনার একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে চলছি’ এবং তাঁর মতে, ‘ইসরায়েল ও ইরান একে অপরকে যথেষ্ট শ্রদ্ধা করে।’

তবে ইরানে ইসরায়েলের বিমান হামলা বন্ধ রাখতে তিনি ইসরায়েলকে কোনো অনুরোধ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা বলতে চাই না।’‘মাঝে মাঝে ওদের লড়াই করতেই হয়’—এই মন্তব্য ট্রাম্প আগেও অন্য সংঘাত নিয়ে করেছিলেন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও একই ধরনের কথা বলেন তিনি। মস্কোর আগ্রাসন নিয়ে বলতে গিয়ে ট্রাম্প সেই সংঘাতকে শিশুদের ঝগড়ার সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, ‘মাঝে মাঝে আপনি দেখতে পাবেন, দুই শিশু একে অপরকে খুব ঘৃণা করে এবং তারা পার্কে মারামারি করছে। আপনি গিয়ে তাদের আলাদা করতে চাইলেও তারা চায় না। কখনও কখনও ওদের একটু লড়তে দেওয়াই ভালো, তারপর আলাদা করা যায়।’ এই মন্তব্য চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশে করেন ট্রাম্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘ইসরায়েল ও ইরান একে অপরকে যথেষ্ট শ্রদ্ধা করে’

প্রকাশিত সময় : ১১:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সমঝোতা তিনি দেখতে চান এবং তাঁর বিশ্বাস, ‘এর সম্ভাবনা ভালো।’ তবে একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন, ‘মাঝে মাঝে ওদের লড়তে হয়।’ খবর: সিএনএন।

গতকাল রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য তিনি কী পরিকল্পনা করছেন, এমন প্রশ্নে তিনি উত্তর দেন, ‘আমি আশাবাদী যে একটা সমঝোতা হবে। এখন সময় হয়েছে সমঝোতার, দেখা যাক কী হয়। তবে মাঝে মাঝে ওদের লড়াই করতেই হয়।’

হোয়াইট হাউসের বাইরে, কানাডায় অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি, সমঝোতার ভালো সম্ভাবনা আছে।’

আলোচনার একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে চলছি’ এবং তাঁর মতে, ‘ইসরায়েল ও ইরান একে অপরকে যথেষ্ট শ্রদ্ধা করে।’

তবে ইরানে ইসরায়েলের বিমান হামলা বন্ধ রাখতে তিনি ইসরায়েলকে কোনো অনুরোধ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা বলতে চাই না।’‘মাঝে মাঝে ওদের লড়াই করতেই হয়’—এই মন্তব্য ট্রাম্প আগেও অন্য সংঘাত নিয়ে করেছিলেন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও একই ধরনের কথা বলেন তিনি। মস্কোর আগ্রাসন নিয়ে বলতে গিয়ে ট্রাম্প সেই সংঘাতকে শিশুদের ঝগড়ার সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, ‘মাঝে মাঝে আপনি দেখতে পাবেন, দুই শিশু একে অপরকে খুব ঘৃণা করে এবং তারা পার্কে মারামারি করছে। আপনি গিয়ে তাদের আলাদা করতে চাইলেও তারা চায় না। কখনও কখনও ওদের একটু লড়তে দেওয়াই ভালো, তারপর আলাদা করা যায়।’ এই মন্তব্য চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশে করেন ট্রাম্প।