ইরান ও ইসরায়েলের সংঘাতের ‘সত্যিকার সমাপ্তি’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যু্দ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। তিনি বলেন, এ সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান তিনি।
একই সঙ্গে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলেও মনে করেন তিনি।
পরে সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনো ইরানের সঙ্গে যোগাযোগ করেননি। তিনি লিখেছেন, ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত।
তিনি লিখেছেন, ‘তারা যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়। তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত যা অনেক প্রাণ রক্ষা করবে।’

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























