শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সঙ্গে নিসচার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) রাত ৮টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তম রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই মোহাম্মদ সোহেল রহমান।
প্রধান অতিথি টিআই মোহাম্মদ সোহেল রহমান বলেন, শ্রীমঙ্গলের চলমান যানজট পরিস্থিতি, অবৈধ পার্কিং, স্কুল-কলেজ চলাকালীন সময়ের সড়ক ব্যবস্থাপনা ও পথচারী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন,শুধু ট্রাফিক পুলিশের একার পক্ষে শহরের যানবাহন শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনসচেতনতা, সামাজিক অংশগ্রহণ ও সবার সহযোগিতা।
এছাড়াও বক্তব্য রাখেন, সেফ দ্যা ফিউছার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মান্না, ,নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি গোলাম রহমান মামুন। সভায় নিসচা নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























