শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুমের ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনা সদর

সেনাবাহিনী থেকে ডেপুটেশনে বিভিন্ন সংস্থায় কর্মরতদের বিরুদ্ধে গুমের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে সেনাসদর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সেনা সদর।

ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কর্মরত ছিলেন তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনে কোনো প্রতিষ্ঠানে পাঠালে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে না। অভিযোগ উঠেছে, কয়েকজন সদস্য গুমের সঙ্গে জড়িত।

তদন্তে যদি বিষয়টি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। এছাড়া যদি কেউ নিজের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান, তাহলে যথাযথ সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন কর্নেল শফিকুল।

সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, গত দুই সপ্তাহে সেনাবাহিনী ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৬৯২টি অস্ত্র। সেনাবাহিনী এরই মধ্যে ৪০০ জনেরও বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়াও বিভিন্ন অভিযোগে ৫৬২ জনসহ মোট ১৫ হাজার ৬৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গুমের ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনা সদর

প্রকাশিত সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

সেনাবাহিনী থেকে ডেপুটেশনে বিভিন্ন সংস্থায় কর্মরতদের বিরুদ্ধে গুমের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে সেনাসদর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সেনা সদর।

ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কর্মরত ছিলেন তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনে কোনো প্রতিষ্ঠানে পাঠালে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে না। অভিযোগ উঠেছে, কয়েকজন সদস্য গুমের সঙ্গে জড়িত।

তদন্তে যদি বিষয়টি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। এছাড়া যদি কেউ নিজের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান, তাহলে যথাযথ সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন কর্নেল শফিকুল।

সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, গত দুই সপ্তাহে সেনাবাহিনী ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৬৯২টি অস্ত্র। সেনাবাহিনী এরই মধ্যে ৪০০ জনেরও বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়াও বিভিন্ন অভিযোগে ৫৬২ জনসহ মোট ১৫ হাজার ৬৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত বলে জানান তিনি।