শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩টায় কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পুলিশ তার ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি হুমায়ন কবির উপস্থিত ছিলেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী নজরুল ইসলাম বাদশাসহ কয়েকজন সিনিয়র আইনজীবী রিমান্ড আবেদন নাকচ করে জামিন চান।

উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে নৌকার টিকিটে এমপি নির্বাচিত হন দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম টেস্ট দলের অধিনায়কও ছিলেন তিনি। এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বেও দেখা গেছে তাকে। গত ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে আটক করা হয়। এছাড়া দৌলতপুর ও শিবালয় থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলার শুনানি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

প্রকাশিত সময় : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩টায় কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পুলিশ তার ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি হুমায়ন কবির উপস্থিত ছিলেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী নজরুল ইসলাম বাদশাসহ কয়েকজন সিনিয়র আইনজীবী রিমান্ড আবেদন নাকচ করে জামিন চান।

উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে নৌকার টিকিটে এমপি নির্বাচিত হন দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম টেস্ট দলের অধিনায়কও ছিলেন তিনি। এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বেও দেখা গেছে তাকে। গত ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে আটক করা হয়। এছাড়া দৌলতপুর ও শিবালয় থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলার শুনানি হবে।