রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইইউয়ের ওপর ৩০ শতাংশ মার্কিন শুল্ক আরোপের বিরোধিতায় ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ শতাংশ মার্কিন শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করেছেন। একইসঙ্গে তিনি দ্রুত পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আনাদোলুর।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে মাখোঁ বলেন, “ইউরোপীয় কমিশনের সভাপতির সাথে, ফ্রান্সও ১ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইইউ রপ্তানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার তীব্র বিরোধিতা প্রকাশ করছে।”

তিনি কমিশনকে ইউরোপীয় স্বার্থ ‘দৃঢ়ভাবে’ সমুন্নত রাখার জন্য জোটের ‘সংকল্প’ জাহির করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

ম্যাক্রোঁ উল্লেখ করেন, “বিশেষ করে, এর মানে হলো, ১ আগস্টের মধ্যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে কমিশনের হাতে থাকা সব উপকরণগুলোকে একত্রিত করে বিশ্বাসযোগ্য প্রতিকারের প্রস্তুতি দ্রুততর করা।

তিনি আরো বলেন, “১ আগস্টের মধ্যে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘জোড়ালো’ আলোচনার প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো বাণিজ্য অংশীদারদের একে অপরের প্রতি শ্রদ্ধা, তাদের অভিন্ন স্বার্থ ও সমন্বিত মূল্য শৃঙ্খলের প্রতি শ্রদ্ধার প্রতিফলন ঘটাবে।”

শনিবার (১২ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেন, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করবে। ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে ঝুঁকির মুখে ফেলেছে, কারণ ইইউ এই মাসে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য রেখেছিল।

ট্রুথ সোশ্যালের একটি পোস্টে, ট্রাম্প ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমকে পাঠানো দুটি চিঠি শেয়ার করেছেন, যেখানে ইউরোপ এবং মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

এরপর ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির দিকে কাজ করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন এবং আনুপাতিক প্রতিকার গ্রহণসহ, ইইউর স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইইউয়ের ওপর ৩০ শতাংশ মার্কিন শুল্ক আরোপের বিরোধিতায় ফ্রান্স

প্রকাশিত সময় : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ শতাংশ মার্কিন শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করেছেন। একইসঙ্গে তিনি দ্রুত পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আনাদোলুর।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে মাখোঁ বলেন, “ইউরোপীয় কমিশনের সভাপতির সাথে, ফ্রান্সও ১ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইইউ রপ্তানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার তীব্র বিরোধিতা প্রকাশ করছে।”

তিনি কমিশনকে ইউরোপীয় স্বার্থ ‘দৃঢ়ভাবে’ সমুন্নত রাখার জন্য জোটের ‘সংকল্প’ জাহির করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

ম্যাক্রোঁ উল্লেখ করেন, “বিশেষ করে, এর মানে হলো, ১ আগস্টের মধ্যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে কমিশনের হাতে থাকা সব উপকরণগুলোকে একত্রিত করে বিশ্বাসযোগ্য প্রতিকারের প্রস্তুতি দ্রুততর করা।

তিনি আরো বলেন, “১ আগস্টের মধ্যে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘জোড়ালো’ আলোচনার প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো বাণিজ্য অংশীদারদের একে অপরের প্রতি শ্রদ্ধা, তাদের অভিন্ন স্বার্থ ও সমন্বিত মূল্য শৃঙ্খলের প্রতি শ্রদ্ধার প্রতিফলন ঘটাবে।”

শনিবার (১২ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেন, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করবে। ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে ঝুঁকির মুখে ফেলেছে, কারণ ইইউ এই মাসে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য রেখেছিল।

ট্রুথ সোশ্যালের একটি পোস্টে, ট্রাম্প ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমকে পাঠানো দুটি চিঠি শেয়ার করেছেন, যেখানে ইউরোপ এবং মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

এরপর ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির দিকে কাজ করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন এবং আনুপাতিক প্রতিকার গ্রহণসহ, ইইউর স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।