উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দগ্ধ ৩০ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে।
এদিকে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের পুরোপুরি চিকিৎসা সহায়তা দেবে সরকার। কুয়েত মৈত্রী হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মেডিকেল টিম প্রস্তত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, বিমানটি সোমবার বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩০ জন দগ্ধ হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং আহতের সংখ্যা বাড়তে পারে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ইতোমধ্যে হাসপাতালে অর্ধশতাধিক দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। এ পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে সাধারণ মানুষের সহযোগিতা জরুরি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে।
হটলাইন নম্বরটি-০১৯৪৯০৪৩৬৯৭

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























