বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন রাত পৌনে ৮টার দিকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এনে হাজতখানায় রাখা হয়। পুলিশের পক্ষ থেকে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান বিচারক।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























