মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ২০ রোহিঙ্গার সেন্টমার্টিনে অনুপ্রবেশ

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে ২০ জন রোহিঙ্গা সেন্টমার্টিন দ্বীপে অনুপ্রবেশ করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) সকালে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা দ্বীপের উত্তর সৈকতে ভিড়লে তা স্থানীয়দের নজরে আসে। নৌকায় থাকা ২০ জন রোহিঙ্গার মধ্যে ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।

শনিবার (২৬ জুলাই) নৌকা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, ‘‘রোহিঙ্গাদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’’

স্থানীয়রা জানান, সম্প্রতি মিয়ানমারের কারাগার থেকে ছাড়া পেয়ে একটি নৌকায় করে পালিয়ে আসে রোহিঙ্গাদের এই দলটি। বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী নৌকাটি সেন্টমার্টিন দ্বীপে প্রবেশ করে এবং উত্তর-পশ্চিম বিচ এলাকায় আশ্রয় নেয়।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মুহাম্মদ সোলেইমান বলেন, “সকালে ঝড়ো বৃষ্টির মধ্যে মিয়ানমার থেকে আসা একটি রোহিঙ্গাবোঝাই নৌকা দ্বীপের সৈকতে ভেড়ে। নৌকা থেকে নামার পর তারা তীরের ভেতরে ঢুকে পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবি তাদেরকে হেফাজতে নেয়। দলে শিশুসহ কয়েকজন রোহিঙ্গা নারীও রয়েছে।”

তবে এ বিষয়ে বিজিবি বা কোস্টগার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে অনুপ্রবেশের বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত এখনও জানি না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ২০ রোহিঙ্গার সেন্টমার্টিনে অনুপ্রবেশ

প্রকাশিত সময় : ১১:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে ২০ জন রোহিঙ্গা সেন্টমার্টিন দ্বীপে অনুপ্রবেশ করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) সকালে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা দ্বীপের উত্তর সৈকতে ভিড়লে তা স্থানীয়দের নজরে আসে। নৌকায় থাকা ২০ জন রোহিঙ্গার মধ্যে ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।

শনিবার (২৬ জুলাই) নৌকা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, ‘‘রোহিঙ্গাদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’’

স্থানীয়রা জানান, সম্প্রতি মিয়ানমারের কারাগার থেকে ছাড়া পেয়ে একটি নৌকায় করে পালিয়ে আসে রোহিঙ্গাদের এই দলটি। বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী নৌকাটি সেন্টমার্টিন দ্বীপে প্রবেশ করে এবং উত্তর-পশ্চিম বিচ এলাকায় আশ্রয় নেয়।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মুহাম্মদ সোলেইমান বলেন, “সকালে ঝড়ো বৃষ্টির মধ্যে মিয়ানমার থেকে আসা একটি রোহিঙ্গাবোঝাই নৌকা দ্বীপের সৈকতে ভেড়ে। নৌকা থেকে নামার পর তারা তীরের ভেতরে ঢুকে পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবি তাদেরকে হেফাজতে নেয়। দলে শিশুসহ কয়েকজন রোহিঙ্গা নারীও রয়েছে।”

তবে এ বিষয়ে বিজিবি বা কোস্টগার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে অনুপ্রবেশের বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত এখনও জানি না।”