প্রেক্ষাগৃহে অনেক মানুষের জটলা। পাশেই দাঁড়িয়ে তর্ক করছেন মডেল-অভিনেত্রী রুচি গুজ্জার। এক পর্যায়ে পায়ের জুতা খুলে পরিচালক-প্রযোজক করন সিংকে পেটাতে শুরু করেন এই অভিনেত্রী। উপস্থিত অন্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, শান্ত করেন অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার (২৫ জুলাই) মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে হিন্দি ক্রাইম-থ্রিলার ঘরানার ‘সো লং ভ্যালি’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এ চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক-প্রযোজক করণ সিংয়ের মুখোমুখি হন রুচি গুজ্জার। এক পর্যায়ে পায়ের জুতা খুলে তা দিয়ে করনকে পেটাতে শুরু করেন রুচি।
একটি টিভি অনুষ্ঠানের সহপ্রযোজক হিসেবে ২৩ লাখ রুপি বিনিয়োগ করেন রুচি গুজ্জার। আর এই অর্থ করন সিংকে দিয়েছেন তিনি। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়ন হয়নি। এমনকী রুচির অর্থও ফেরত দেননি পরিচালক করন।
মুম্বাই পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ জুলাই ওশিওয়ারা থানায় করনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন রুচি গুজ্জার।
রুচি গুজ্জারের আইনজীবী জানিয়েছেন, হামলার অভিযোগে আম্বোলি থানায় করন সিংয়ের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হবে।
‘সো লং ভ্যালি’ সিনেমা পরিচালনা করেছেন মান সিং। এর সহপ্রযোজক হিসেবে রয়েছেন করন সিং। সিনেমাটির পরিচালক এ বিষয়ে জানান, ‘সো লং ভ্যালি’ সিনেমা যাতে মুক্তি না পায়, সেই চেষ্টা করছেন রুচি। কিন্তু আদালত আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 

























