সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা ট্রাম্পের

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের তেলের মজুদ উন্নয়নে মার্কিন প্রশাসন ও ইসলামাবাদ একসঙ্গে কাজ করবে।

ট্রাম্প বিস্তারিত না জানিয়ে ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা পাকিস্তানের সঙ্গে একটি নতুন চুক্তি করেছি। উভয় দেশ মিলে তাদের বিশাল তেল সম্পদ উন্নয়নের কাজ করবে। আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!”

ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরো জানান, তার প্রশাসন বর্তমানে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে। বুধবার হোয়াইট হাউজে তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, একই দিনে ভারতের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, “যদিও ভারত আমাদের বন্ধু, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি এবং যেকোনো দেশের তুলনায় তাদের সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে।”

ট্রাম্প আরো লিখেছেন, “তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের পাশাপাশি তারা রাশিয়ার জ্বালানির বৃহত্তম ক্রেতা, এমন এক সময়ে কিনছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক – সবকিছুই ভালো নয়!”

এরপরই ট্রাম্প জানান, “১ আগস্ট থেকে ভারতকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।”

এদিকে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারত সরকার জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে এবং এর প্রভাব খতিয়ে দেখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত সময় : ১২:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের তেলের মজুদ উন্নয়নে মার্কিন প্রশাসন ও ইসলামাবাদ একসঙ্গে কাজ করবে।

ট্রাম্প বিস্তারিত না জানিয়ে ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা পাকিস্তানের সঙ্গে একটি নতুন চুক্তি করেছি। উভয় দেশ মিলে তাদের বিশাল তেল সম্পদ উন্নয়নের কাজ করবে। আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!”

ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরো জানান, তার প্রশাসন বর্তমানে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে। বুধবার হোয়াইট হাউজে তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, একই দিনে ভারতের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, “যদিও ভারত আমাদের বন্ধু, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি এবং যেকোনো দেশের তুলনায় তাদের সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে।”

ট্রাম্প আরো লিখেছেন, “তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের পাশাপাশি তারা রাশিয়ার জ্বালানির বৃহত্তম ক্রেতা, এমন এক সময়ে কিনছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক – সবকিছুই ভালো নয়!”

এরপরই ট্রাম্প জানান, “১ আগস্ট থেকে ভারতকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।”

এদিকে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ভারত সরকার জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে এবং এর প্রভাব খতিয়ে দেখছে।