বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

‎ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাকসুদুর রহমান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন।

‎আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ নভেম্বর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে শওকত মোল্লার ইজিবাইক ভাড়া করে কয়েকজন যুবক। পরে তারা শওকত মোল্লাকে শহরের বাইপাশ এলাকায় নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইকটি নিয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় নিহতের বাব বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে ৫ জনকে ফাঁসির আদেশ এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মেহেদী হাসান, মো. জনি মোল্যা, রাসেল শেখ, ওয়্যারলেস পাড়া এলাকার রাজেস রবি দাস, গোয়ালচামট এলাকার রবিন মোল্যা। এদের মধ্যে রাসেল শেখ পলাতক রয়েছে। আর ইজিবাইক ক্রেতা রাজবাড়ী জেলার মজলিশপুর এলাকার বাদশা শেখকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎এ মামলার সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন আমাদের সময়কেবলেন, ‘অটোচালকের ওপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা সমাজের জন্য হুমকিস্বরূপ। যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম, আর যাতে সমাজে এমন ঘটনা না ঘটে। এ রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

প্রকাশিত সময় : ০৬:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

‎ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাকসুদুর রহমান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন।

‎আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ নভেম্বর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে শওকত মোল্লার ইজিবাইক ভাড়া করে কয়েকজন যুবক। পরে তারা শওকত মোল্লাকে শহরের বাইপাশ এলাকায় নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইকটি নিয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় নিহতের বাব বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে ৫ জনকে ফাঁসির আদেশ এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মেহেদী হাসান, মো. জনি মোল্যা, রাসেল শেখ, ওয়্যারলেস পাড়া এলাকার রাজেস রবি দাস, গোয়ালচামট এলাকার রবিন মোল্যা। এদের মধ্যে রাসেল শেখ পলাতক রয়েছে। আর ইজিবাইক ক্রেতা রাজবাড়ী জেলার মজলিশপুর এলাকার বাদশা শেখকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎এ মামলার সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন আমাদের সময়কেবলেন, ‘অটোচালকের ওপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা সমাজের জন্য হুমকিস্বরূপ। যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম, আর যাতে সমাজে এমন ঘটনা না ঘটে। এ রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি।’