বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিস ইউনিভার্সের মঞ্চে তনুশ্রীর কাছে হেরেছিলেন গ্যাডট

ইদানীং প্রায়ই শিরোনামে উঠে আসছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সাম্প্রতিক সময়ে একের পর মন্তব্য করে আলোচনায় এ অভিনেত্রী। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি জানিয়েছেন, নিজের বাড়িতেই বারবার হেনস্তার শিকার হচ্ছেন তিনি। অভিনেত্রীর দাবি, মাঝরাতে অজানা কেউ দরজায় ধাক্কা দেয়, আশপাশে চিৎকার-চেঁচামেচি চলে। তনুশ্রীর এসব অভিযোগ নিয়ে চলছে বিস্তার আলোচনা। এরপর অভিনেত্রী অভিযোগ আনেন যে, তার খাবারে বিষ মেশানো হয়েছিল।

এসব আলোচনার মধ্যেই শ্রাবণ মাসে পাঁঠার মাংস খেয়ে উপোস ভাঙার কথা বলে তুমুল বিতর্কে নাম জড়ান এ অভিনেত্রী। এরপর করেন নরেন্দ্র মোদিকে নিয়ে ভবিষ্যদ্বাণী। সব মিলিয়ে এখন তনুশ্রী মানেই বিতর্কিত আলোচনা। তবে একটা সময় সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা নিয়েই শোবিজ অঙ্গনে এসেছিলেন এ অভিনেত্রী। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সবার নজর কেড়ে বলিউডে বেশ দাপটের সঙ্গেই পা রাখেন। অনেকেই হয়তো জানেন না, হলিউডের প্রভাবশালী অভিনেত্রী গাল গ্যাডটও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তনুশ্রীর পেছনের সারিতে ছিলেন। তবে আজ গাল গ্যাডট বিশ্ব দাপিয়ে বেড়ালেও পর্দায় থমকে গেছেন তনুশ্রী।

সাম্প্রতিক সময়ে তনুশ্রী কান্নাভেজা চোখে জীবনের নিরাপত্তার জন্য অনুনয় করছেন। সামাজিক মাধ্যমে অসহায়ের মতো সাহায্য চাইছেন সবার কাছে। অথচ ২১ বছর আগের তনুশ্রী ছিলেন একদম আলাদা। কারণ সে সময় মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে তনুশ্রী প্রমাণ করেছিলেন, আগামী সময়কে মুঠোবন্দি করতে তিনি পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে একই প্রতিযোগিতায় অংশ নেওয়া গ্যাল গ্যাডট ছিলেন অপ্রস্তুত, অভাব ছিল বিশ্বসুন্দরীর মুকুট জয়ের আত্মবিশ্বাসের। এর কারণেই মিস ইউনিভার্স প্রতিযোগিতার সেই আসরে তনুশ্রীর কাছে হেরে গিয়েছিলেন গ্যাডট। দ্য সিয়াসত ডেইলি, টাইমস অব ইন্ডিয়া, আজকাল ডন ইনসহ একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ২০০৪ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গ্যালের চেয়ে এগিয়ে থাকা অভিনেত্রী ভারতের তনুশ্রী দত্ত। তিনি ওই বছর মিস ইন্ডিয়া ইউনিভার্স জিতেছিলেন এবং ইকুয়েডরে মিস ইউনিভার্স ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। মিস ইসরায়েলের গ্যাল গ্যাডট শীর্ষ পনেরোতে পৌঁছাননি। অন্যদিকে তনুশ্রী জায়গা করে নিয়েছেলেন শীর্ষ দশে। এ নিয়ে গ্যাল পরে বলেছিলেন, যে তিনি সেই সময়ে জিততে চাননি এবং এত বড় মঞ্চের জন্য প্রস্তুত ছিলেন না।

কিন্তু তনুশ্রী পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেছিলেন এবং ভারতকে গর্বিত করেছিলেন। সুন্দরী প্রতিযোগিতার সেরা দশে জায়গা করে নেওয়ার সুবাদেই বলিউডে নির্মাতাদের নজরে এসেছিলেন তনুশ্রী। একের পর এক সিনেমার প্রস্তাব পাওয়া শুরু করেন। তনুশ্রীও সে হাতছানি এড়াতে পারেনি। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘চকলেট : ডিপ ডার্ক সিক্রেটস’, ‘রাকিব : রিভেলস ইন লাভ’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুডবয় ব্যাডবয়’, ‘স্পিড’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান এ অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মিস ইউনিভার্সের মঞ্চে তনুশ্রীর কাছে হেরেছিলেন গ্যাডট

প্রকাশিত সময় : ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ইদানীং প্রায়ই শিরোনামে উঠে আসছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সাম্প্রতিক সময়ে একের পর মন্তব্য করে আলোচনায় এ অভিনেত্রী। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি জানিয়েছেন, নিজের বাড়িতেই বারবার হেনস্তার শিকার হচ্ছেন তিনি। অভিনেত্রীর দাবি, মাঝরাতে অজানা কেউ দরজায় ধাক্কা দেয়, আশপাশে চিৎকার-চেঁচামেচি চলে। তনুশ্রীর এসব অভিযোগ নিয়ে চলছে বিস্তার আলোচনা। এরপর অভিনেত্রী অভিযোগ আনেন যে, তার খাবারে বিষ মেশানো হয়েছিল।

এসব আলোচনার মধ্যেই শ্রাবণ মাসে পাঁঠার মাংস খেয়ে উপোস ভাঙার কথা বলে তুমুল বিতর্কে নাম জড়ান এ অভিনেত্রী। এরপর করেন নরেন্দ্র মোদিকে নিয়ে ভবিষ্যদ্বাণী। সব মিলিয়ে এখন তনুশ্রী মানেই বিতর্কিত আলোচনা। তবে একটা সময় সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা নিয়েই শোবিজ অঙ্গনে এসেছিলেন এ অভিনেত্রী। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সবার নজর কেড়ে বলিউডে বেশ দাপটের সঙ্গেই পা রাখেন। অনেকেই হয়তো জানেন না, হলিউডের প্রভাবশালী অভিনেত্রী গাল গ্যাডটও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তনুশ্রীর পেছনের সারিতে ছিলেন। তবে আজ গাল গ্যাডট বিশ্ব দাপিয়ে বেড়ালেও পর্দায় থমকে গেছেন তনুশ্রী।

সাম্প্রতিক সময়ে তনুশ্রী কান্নাভেজা চোখে জীবনের নিরাপত্তার জন্য অনুনয় করছেন। সামাজিক মাধ্যমে অসহায়ের মতো সাহায্য চাইছেন সবার কাছে। অথচ ২১ বছর আগের তনুশ্রী ছিলেন একদম আলাদা। কারণ সে সময় মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে তনুশ্রী প্রমাণ করেছিলেন, আগামী সময়কে মুঠোবন্দি করতে তিনি পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে একই প্রতিযোগিতায় অংশ নেওয়া গ্যাল গ্যাডট ছিলেন অপ্রস্তুত, অভাব ছিল বিশ্বসুন্দরীর মুকুট জয়ের আত্মবিশ্বাসের। এর কারণেই মিস ইউনিভার্স প্রতিযোগিতার সেই আসরে তনুশ্রীর কাছে হেরে গিয়েছিলেন গ্যাডট। দ্য সিয়াসত ডেইলি, টাইমস অব ইন্ডিয়া, আজকাল ডন ইনসহ একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ২০০৪ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গ্যালের চেয়ে এগিয়ে থাকা অভিনেত্রী ভারতের তনুশ্রী দত্ত। তিনি ওই বছর মিস ইন্ডিয়া ইউনিভার্স জিতেছিলেন এবং ইকুয়েডরে মিস ইউনিভার্স ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। মিস ইসরায়েলের গ্যাল গ্যাডট শীর্ষ পনেরোতে পৌঁছাননি। অন্যদিকে তনুশ্রী জায়গা করে নিয়েছেলেন শীর্ষ দশে। এ নিয়ে গ্যাল পরে বলেছিলেন, যে তিনি সেই সময়ে জিততে চাননি এবং এত বড় মঞ্চের জন্য প্রস্তুত ছিলেন না।

কিন্তু তনুশ্রী পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেছিলেন এবং ভারতকে গর্বিত করেছিলেন। সুন্দরী প্রতিযোগিতার সেরা দশে জায়গা করে নেওয়ার সুবাদেই বলিউডে নির্মাতাদের নজরে এসেছিলেন তনুশ্রী। একের পর এক সিনেমার প্রস্তাব পাওয়া শুরু করেন। তনুশ্রীও সে হাতছানি এড়াতে পারেনি। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘চকলেট : ডিপ ডার্ক সিক্রেটস’, ‘রাকিব : রিভেলস ইন লাভ’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুডবয় ব্যাডবয়’, ‘স্পিড’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান এ অভিনেত্রী।