সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’। এ গুরুত্বপূর্ণ মোড় দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় শাহবাগ অবরোধ করা হয়। রাতে বিরতির পর শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় আবার অবরোধ করা হয়।

শুক্রবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। আন্দোলনকারীরা জানিয়েছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে যানবাহন চলাচলের জন্য পকেটে গেট করা হয়েছে। সেদিক দিয়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে।

জুলাই যোদ্ধা সংসদের মুখপাত্র মো. মুশফিকুর রহমান আশিক রাইজিংবিডিকে বলেছেন, “আমরা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমার পকেট গেট করে দিয়েছি। সরকারকে বলছি, আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করুন।”

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন হাসান সিকদারের মা। হাসান সিকদার রাইজিংবিডিকে বলেছেন, গতকাল থেকে এ রাস্তা অবরোধ করে আন্দোলন করা হচ্ছে। আমাদের বাসা রায়েরবাগ, সেখান থেকে আজকে মাকে দেখতে আসলাম। আজ যানজট কম পেয়েছি, কিন্তু গতকাল ৪ ঘণ্টা অপেক্ষা করে তারপর আসতে পেরেছিলাম। এসব আন্দোলন বন্ধ করতে সরকারের আরো কঠোর হওয়া উচিত।

আন্দোলনকারীরা ‘জুলাই সনদ’ নামে একটি প্রস্তাবিত ঘোষণাপত্র প্রকাশ করেছেন, যেখানে ২০২৪ সালের গণঅভ্যুত্থনে নিহতদের ‘জুলাই শহীদ (জাতীয় বীর)’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা (বীর)’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে তাদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং সম্মানজনক ভাতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শহীদ পরিবার ও আহতদের কল্যাণ রাষ্ট্রের ‘অবিচ্ছেদ্য কর্তব্য’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এদের প্রতি অবহেলা বা অধিকারহরণকে রাষ্ট্রদ্রোহ বা বিশেষ অপরাধ হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে।

জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুমকি দিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

প্রকাশিত সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’। এ গুরুত্বপূর্ণ মোড় দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় শাহবাগ অবরোধ করা হয়। রাতে বিরতির পর শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় আবার অবরোধ করা হয়।

শুক্রবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। আন্দোলনকারীরা জানিয়েছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে যানবাহন চলাচলের জন্য পকেটে গেট করা হয়েছে। সেদিক দিয়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে।

জুলাই যোদ্ধা সংসদের মুখপাত্র মো. মুশফিকুর রহমান আশিক রাইজিংবিডিকে বলেছেন, “আমরা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমার পকেট গেট করে দিয়েছি। সরকারকে বলছি, আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করুন।”

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন হাসান সিকদারের মা। হাসান সিকদার রাইজিংবিডিকে বলেছেন, গতকাল থেকে এ রাস্তা অবরোধ করে আন্দোলন করা হচ্ছে। আমাদের বাসা রায়েরবাগ, সেখান থেকে আজকে মাকে দেখতে আসলাম। আজ যানজট কম পেয়েছি, কিন্তু গতকাল ৪ ঘণ্টা অপেক্ষা করে তারপর আসতে পেরেছিলাম। এসব আন্দোলন বন্ধ করতে সরকারের আরো কঠোর হওয়া উচিত।

আন্দোলনকারীরা ‘জুলাই সনদ’ নামে একটি প্রস্তাবিত ঘোষণাপত্র প্রকাশ করেছেন, যেখানে ২০২৪ সালের গণঅভ্যুত্থনে নিহতদের ‘জুলাই শহীদ (জাতীয় বীর)’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা (বীর)’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে তাদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং সম্মানজনক ভাতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শহীদ পরিবার ও আহতদের কল্যাণ রাষ্ট্রের ‘অবিচ্ছেদ্য কর্তব্য’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এদের প্রতি অবহেলা বা অধিকারহরণকে রাষ্ট্রদ্রোহ বা বিশেষ অপরাধ হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে।

জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুমকি দিয়েছেন তারা।