ঢাকার ধামরাইয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহাগ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সোহাগ ইউনিয়নের গান্ধুলিয়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় সোহাগ তাকে পার্শ্ববর্তী ধইঞ্চা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, ‘‘ধর্ষণের অভিযোগে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























