দাদা-দাদি মনে করেছিলেন, তাদের নাতনি ঘুমিয়ে আছে, তাই তারা বাজার করতে বাসার বাইরে যান এবং শিশুটিকে নিরাপদে রাখতে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে যান। কিন্তু শিশুটি ঘুম থেকে উঠে বাথরুমে যায়।
এসসিএমপি জানিয়েছে, শিশুটির পড়ে একটি গাছে আটকে গিয়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। ভবনের এক বাসিন্দা নিচে শিশুটিকে দেখতে পান এবং সেই মুহূর্তের ভিডিও করে প্রপার্টি ম্যানেজমেন্ট গ্রুপে শেয়ার করেন।
বাবা ঝু বলেন, ‘শুরুতে আমি বিশ্বাসই করতে পারিনি যে সে ১৮ তলা থেকে পড়ে গেছে, যতক্ষণ না প্রপার্টি ম্যানেজমেন্টের ভিডিওতে বিষয়টি নিশ্চিত হই।’
তিনি আরো জানান, তার ধারণা, ১৭ তলার একটি খোলা জানালায় আটকে গিয়ে তার ছেলের গতিপথে ‘বিচ্যুতি’ হয়েছিল। এতে সরাসরি কংক্রিটে না পড়ে একটি গাছের ডালে গিয়ে পড়ে সে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুটি খোলা জানালার পাশ দিয়ে গলে পড়ে গিয়ে একটি গাছের ডালে গিয়ে ঠেকে, এরপর নিচে একটি ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়ে, কংক্রিটে নয়।
শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। দি ইন্ডিপেন্ডেটের খবরে বলা হয়েছে, চিকিৎসকরা শিশুটির বেঁচে থাকাকে ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছেন। শিশুটির বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে টান পড়েছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই অলৌকিক ঘটনায় কৃতজ্ঞতা জানিয়ে শিশুটির বাবা পরে সেই ‘জীবনরক্ষাকারী গাছের’ ডালে একটি বড় লাল ফুল ঝুলিয়ে দেন, যা চীনা ঐতিহ্যে সম্মান ও উদযাপনের প্রতীক।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























