সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘৫ লাখ টাকা তোর কাছে কিছুই না’

টাঙ্গাইলে আজাহারুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চিঠি দিয়েছে। আগামী ৩ আগস্টের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চিঠিতে চাঁদা দাবি করে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তোর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছি, যা আমাদের বিবেচনায় খুবই সামান্য এবং তোর পক্ষে দেওয়া সম্ভব। পাঁচ লাখ টাকা তোর কাছে কিছুই না।

হুমকি দিয়ে বলা হয়েছে, চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সঙ্গে আলোচনা করোস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে তোকে মেরে ফেলতে বিন্দুমাত্র পিছপা হবো না। মনে রাখবি, প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবি।

চিঠিতে আরো লেখা হয়েছে, আগামী রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় পাঁচ লাখ টাকা একটি শপিং ব্যাগে করে শহরের কাগমারী এলাকায় মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদ ইকবালের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মাছ ব্যবসায়ী মো.আজাহারুল ইসলামের এক কর্মচারীর কাছে অচেনা এক ব্যক্তি চিঠিটি দিয়ে যান। শুক্রবার সকালে ওই কর্মচারী চিঠিটি আজাহারুল ইসলামকে দেন।

এ বিষয়ে সন্তোষ বাজার কমিটির আহ্বায়ক মো. জুবায়ের হোসেন বলেন, ‘‘আজাহারুল ভাই সৎ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করছেন। হঠাৎ আজ জানলাম, তার কাছে একটি চিঠি এসেছে। যেখানে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।’’

আজাহারুল ইসলাম বলেন, ‘‘আমার কর্মচারী নিশা পড়ালেখা জানেন না। তিনি দীর্ঘদিন ধরে আমার কাছে আছেন। গত রাতে অচেনা এক ব্যক্তি চিঠিটি দিয়ে গেছে। তিনি সেই চিঠি আজ আমার কাছে দিয়েছেন। চিঠি দেওয়ার সময় নিশা বলেন, একটি ক্লাব থেকে আপনাকে চিঠি দিয়ে গেছে। এ ঘটনায় থানায় মৌখিকভাবে অভিযোগ করেছি। লিখিত অভিযোগ দিব।’’

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘‘বিষয়টি জানার পরপরই তদন্ত শুরু হয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘৫ লাখ টাকা তোর কাছে কিছুই না’

প্রকাশিত সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলে আজাহারুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চিঠি দিয়েছে। আগামী ৩ আগস্টের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চিঠিতে চাঁদা দাবি করে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তোর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছি, যা আমাদের বিবেচনায় খুবই সামান্য এবং তোর পক্ষে দেওয়া সম্ভব। পাঁচ লাখ টাকা তোর কাছে কিছুই না।

হুমকি দিয়ে বলা হয়েছে, চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সঙ্গে আলোচনা করোস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে তোকে মেরে ফেলতে বিন্দুমাত্র পিছপা হবো না। মনে রাখবি, প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবি।

চিঠিতে আরো লেখা হয়েছে, আগামী রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় পাঁচ লাখ টাকা একটি শপিং ব্যাগে করে শহরের কাগমারী এলাকায় মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদ ইকবালের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মাছ ব্যবসায়ী মো.আজাহারুল ইসলামের এক কর্মচারীর কাছে অচেনা এক ব্যক্তি চিঠিটি দিয়ে যান। শুক্রবার সকালে ওই কর্মচারী চিঠিটি আজাহারুল ইসলামকে দেন।

এ বিষয়ে সন্তোষ বাজার কমিটির আহ্বায়ক মো. জুবায়ের হোসেন বলেন, ‘‘আজাহারুল ভাই সৎ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করছেন। হঠাৎ আজ জানলাম, তার কাছে একটি চিঠি এসেছে। যেখানে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।’’

আজাহারুল ইসলাম বলেন, ‘‘আমার কর্মচারী নিশা পড়ালেখা জানেন না। তিনি দীর্ঘদিন ধরে আমার কাছে আছেন। গত রাতে অচেনা এক ব্যক্তি চিঠিটি দিয়ে গেছে। তিনি সেই চিঠি আজ আমার কাছে দিয়েছেন। চিঠি দেওয়ার সময় নিশা বলেন, একটি ক্লাব থেকে আপনাকে চিঠি দিয়ে গেছে। এ ঘটনায় থানায় মৌখিকভাবে অভিযোগ করেছি। লিখিত অভিযোগ দিব।’’

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘‘বিষয়টি জানার পরপরই তদন্ত শুরু হয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’’