বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগ–শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা, বাড়তি পুলিশ মোতায়েন

রাজধানী ঢাকায় আজ রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কঠোর নিরাপত্তা এবং যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল ‘ছাত্র সমাবেশ’ করবে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনসিপির জনসভা হবে, যেখানে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। একই দিন সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে সাইমুম শিল্পীগোষ্ঠী।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ৩ আগস্টের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। এর আগে, নরসিংদীর এক পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একই ঘোষণা দেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, তারা প্রথমে শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা করলেও এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করছে। তিনি বলেন, ‘একটি উদার, গণতান্ত্রিক, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা এই পরিবর্তন করেছি।’

রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় আগাম দুঃখ প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন, নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

সমাবেশগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ক্রসিং হয়ে যান চলাচল বন্ধ থাকবে। বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য বেশ কয়েকটি ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাটাবন মোড়, মৎস্য ভবন মোড় ও টিএসসি এলাকার যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন সড়ক পরিহার করতে বলা হয়েছে।

বিশেষ অনুরোধ জানানো হয়েছে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের—যেন তারা পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শাহবাগ–শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা, বাড়তি পুলিশ মোতায়েন

প্রকাশিত সময় : ০৯:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

রাজধানী ঢাকায় আজ রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কঠোর নিরাপত্তা এবং যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল ‘ছাত্র সমাবেশ’ করবে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনসিপির জনসভা হবে, যেখানে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। একই দিন সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে সাইমুম শিল্পীগোষ্ঠী।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ৩ আগস্টের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। এর আগে, নরসিংদীর এক পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একই ঘোষণা দেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, তারা প্রথমে শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা করলেও এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করছে। তিনি বলেন, ‘একটি উদার, গণতান্ত্রিক, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা এই পরিবর্তন করেছি।’

রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় আগাম দুঃখ প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন, নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

সমাবেশগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ক্রসিং হয়ে যান চলাচল বন্ধ থাকবে। বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য বেশ কয়েকটি ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাটাবন মোড়, মৎস্য ভবন মোড় ও টিএসসি এলাকার যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন সড়ক পরিহার করতে বলা হয়েছে।

বিশেষ অনুরোধ জানানো হয়েছে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের—যেন তারা পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দেন।