মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে পরিচালনা কর ইউপি চেয়ারম্যান আলী নুর বক্স রতনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম এলাকা থেকে আলীনুর বক্স রতনকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি টিম।
আলীনুর বক্স রতন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক সহ-সভাপতি। তিনি দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ জানান, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি বিজয় মিছিল হয়। সে সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর উপজেলা ছাত্রদল নেতা মো. শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম জানান, স্কুলে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহার ভুক্ত ২ নম্বর আসামি রতন। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক সহ-সভাপতি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























